নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহিন (২৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ আটজনই মারা গেলেন। শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, ‘শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই আগুনের ঘটনায় সাতজন মারা গিয়েছিলেন।’
মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় থাকতেন।
এর আগে ৩২ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার (৬ আগস্ট) রাতে মারা যান মাজহারুল ইসলাম, ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আলম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে নুর হোসেন। ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে রোববার (৭ আগস্ট) রাতে মারা যান মিজানুর রহমান এবং সোমবার (৮ আগস্ট) রাতে মারা যান মাসুম মিয়া, ৭৫ শতাংশ দগ্ধ নিয়ে আল-আমিন এবং ৮০ শতাংশ দগ্ধ নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে মারা যান শফিকুল ইসলাম।
গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে।

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহিন (২৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ আটজনই মারা গেলেন। শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, ‘শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই আগুনের ঘটনায় সাতজন মারা গিয়েছিলেন।’
মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় থাকতেন।
এর আগে ৩২ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার (৬ আগস্ট) রাতে মারা যান মাজহারুল ইসলাম, ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আলম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে নুর হোসেন। ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে রোববার (৭ আগস্ট) রাতে মারা যান মিজানুর রহমান এবং সোমবার (৮ আগস্ট) রাতে মারা যান মাসুম মিয়া, ৭৫ শতাংশ দগ্ধ নিয়ে আল-আমিন এবং ৮০ শতাংশ দগ্ধ নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে মারা যান শফিকুল ইসলাম।
গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৭ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২৪ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে