নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহিন (২৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ আটজনই মারা গেলেন। শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, ‘শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই আগুনের ঘটনায় সাতজন মারা গিয়েছিলেন।’
মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় থাকতেন।
এর আগে ৩২ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার (৬ আগস্ট) রাতে মারা যান মাজহারুল ইসলাম, ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আলম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে নুর হোসেন। ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে রোববার (৭ আগস্ট) রাতে মারা যান মিজানুর রহমান এবং সোমবার (৮ আগস্ট) রাতে মারা যান মাসুম মিয়া, ৭৫ শতাংশ দগ্ধ নিয়ে আল-আমিন এবং ৮০ শতাংশ দগ্ধ নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে মারা যান শফিকুল ইসলাম।
গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে।

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহিন (২৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ আটজনই মারা গেলেন। শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, ‘শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই আগুনের ঘটনায় সাতজন মারা গিয়েছিলেন।’
মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। বর্তমানে তুরাগের কামারপাড়া এলাকায় থাকতেন।
এর আগে ৩২ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার (৬ আগস্ট) রাতে মারা যান মাজহারুল ইসলাম, ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আলম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে নুর হোসেন। ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে রোববার (৭ আগস্ট) রাতে মারা যান মিজানুর রহমান এবং সোমবার (৮ আগস্ট) রাতে মারা যান মাসুম মিয়া, ৭৫ শতাংশ দগ্ধ নিয়ে আল-আমিন এবং ৮০ শতাংশ দগ্ধ নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে মারা যান শফিকুল ইসলাম।
গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে আসা শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কামারপাড়া এলাকায় একই ছাউনির নিচে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ ও ভাঙারির দোকান। সেই ভাঙারির দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ এসে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুনের ঘটনা ঘটে।

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১৭ মিনিট আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
২৪ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকি নৌকা ধ্বংস ও বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।
৪৩ মিনিট আগে