Ajker Patrika

খিলক্ষেতে গণপিটুনির শিকার সেই কিশোর হাসপাতাল থেকে ছাড়া পেল

ঢামেক প্রতিবেদক
খিলক্ষেতে গণপিটুনির শিকার সেই কিশোর হাসপাতাল থেকে ছাড়া পেল
ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার কিশোরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দিয়েছে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির কুমার ঘোষ। তিনি বলেন, ওই কিশোরের শারীরিক অবস্থা ভালো আছে। আজকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা হাসপাতাল থেকে তাকে নিয়ে গেছে।

শিশির কুমার আরও বলেন, ‘তবে যখন সে হাসপাতালে ভর্তি হয়, তখন তার শরীরের বিভিন্ন স্থানে থেঁতলানো ও জখম ছিল। মাথায়ও আঘাত ছিল। তবে মাথার ভেতরে কোনো রক্তক্ষরণ হয়নি।’

বুধবার ভোরে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় ওই কিশোরকে। এর পর থেকে সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিল।

এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক শিশু ধর্ষণের অভিযোগে গণধোলাইয়ের শিকার হয় ওই কিশোর। পরে থানা-পুলিশ তাকে আটক করে।

ওই ঘটনায় উত্তেজিত জনতার হাতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হয়। তারা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত