রাজধানীর লালবাগ থেকে জাহিদ হাসান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লালবাগ হোসেন উদ্দিন ২য় লেনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালবাগ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, গত রাতে খবর পেয়ে জাহিদের মরদেহ উদ্ধার করি। পরিবার থেকে জানা গেছে, জাহিদ বর্তমানে কিছু করতেন না। হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃত জাহিদের বড় ভাই আমির হোসেন মিলন বলেন, আমার ভাই আজিমপুরে রায়হান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করত। বর্তমানে পড়াশোনা বন্ধ।
তিনি আরও জানান, বাবা-মা দুজনই মারা গেছে। আমরা দুই ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। লালবাগের বাসায় আমার স্ত্রীসহ জাহিদ থাকত। গতকাল বিকেলে জাহিদকে বাসায় একা রেখে আমরা বাইরে ঘুরতে যাই। রাত ৮টার দিকে বাসায় ফিরে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে জাহিদকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
মিলন আরও জানায়, এর আগে জাহিদ তাঁর ভাবিকে বলেছিল সে একটি মেয়েকে ভালোবাসে। জাহিদের বন্ধুদের কাছে জানতে পেরেছি ফেসবুকে হতাশাজনক একটি পোস্ট দিয়েছে। ফোনটি লক থাকায় কিছুই দেখতে পারিনি। ফোনটি পুলিশের হেফাজতে আছে। ওপেন করলে সব পরিষ্কার হয়ে যাবে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে