রাজধানীর বেশির ভাগ এলাকাতেই আজ মঙ্গলবার ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা ছিল হাতে গোনা। বাসাবো-মান্ডা এলাকায় সকাল থেকেই গণপরিবহন ছিল কম, রিকশা-সিএনজি চলাচল করতে দেখা গেছে। পুরো এলাকার পরিবেশ ছিল থমথমে। এলাকার বেশ কয়েকটি দোকান বন্ধ দেখা যায়।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে মুগদা ও বাসাবো এলাকার বেশ কয়েকটি আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সবুজবাগ থানায় হামলা হয়েছে।
সবুজবাগ থানায় গিয়ে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। থানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, বেশ কয়েকটি কক্ষ ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। থানার সামনে বেশ কয়েকটি ভাঙচুর করা গাড়িও দেখা যায়।
মুগদা এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তায় চায়ের দোকানে মানুষের ভিড়। তাঁরা চলমান ঘটনাপ্রবাহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ করছেন। তবে মানুষের মধ্যে ছিল চাপা আতঙ্ক। গতকাল সোমবার রাতে বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলেও জানান স্থানীয়রা। অনেক বাসায় গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটেছে।
মান্ডা কাঁচাবাজার মোড়ের বাসিন্দা মো. ইকবাল বলেন, ‘গতকাল রাত আনুমানিক ৩টার দিকে আমার বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে। টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। তাদের সবার হাতে ছিল ধারালো অস্ত্র।’
তিনি আরও বলেন, হাতের কাছে জামাকাপড়, বিভিন্ন জিনিসপত্র, মোবাইল যা পেয়েছে সবই তাঁরা নিয়ে গেছে।
আরেক বাসিন্দা সুমন হাওলাদার বলেন, গত রাতে তাঁর বাসায় চুরির ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে