সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

এক ভোটে হেরে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, প্রিসাইডিং অফিসারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে পরাজিত ইউপি সদস্য মো. ফারুক হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার হরগজ ইউনিয়নের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সাটুরিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের ফলাফল প্রকাশ করার পর প্রিসাইডিং কর্মকর্তার গাড়িটি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পর ফারুকসহ তাঁর সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পালসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের উদ্ধার করেন।
হরগজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরপাড়া গ্রামের মেম্বার প্রার্থী মো. ফারুক হোসেন মোরগ প্রতীক ও মোশাররফ হোসেন টিউবওয়েল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউবওয়েল প্রতীকে মোশাররফ হোসেন পান ৫৪৩ ভোট ও প্রতিদ্বন্দ্বী ফারুক পান ৫৪২ ভোট। ১ ভোটে জয়ী হন মোশাররফ।
প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পাল জানান, দুই প্রার্থীর মধ্যে গণনায় ১ ভোটের ব্যবধান হয়। তাই পুনরায় কয়েকবার ভোট গণনা করা হয়। পরে ১ ভোটে টিউবওয়েল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘ভোটের ফলাফল প্রকাশ করার পর আমাদের গাড়ি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পরই ফারুকসহ তার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমিসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হই। পরে অতিরিক্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে’
সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, ‘এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এক ভোটে হেরে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, প্রিসাইডিং অফিসারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে পরাজিত ইউপি সদস্য মো. ফারুক হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার হরগজ ইউনিয়নের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সাটুরিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের ফলাফল প্রকাশ করার পর প্রিসাইডিং কর্মকর্তার গাড়িটি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পর ফারুকসহ তাঁর সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পালসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের উদ্ধার করেন।
হরগজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরপাড়া গ্রামের মেম্বার প্রার্থী মো. ফারুক হোসেন মোরগ প্রতীক ও মোশাররফ হোসেন টিউবওয়েল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউবওয়েল প্রতীকে মোশাররফ হোসেন পান ৫৪৩ ভোট ও প্রতিদ্বন্দ্বী ফারুক পান ৫৪২ ভোট। ১ ভোটে জয়ী হন মোশাররফ।
প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পাল জানান, দুই প্রার্থীর মধ্যে গণনায় ১ ভোটের ব্যবধান হয়। তাই পুনরায় কয়েকবার ভোট গণনা করা হয়। পরে ১ ভোটে টিউবওয়েল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘ভোটের ফলাফল প্রকাশ করার পর আমাদের গাড়ি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পরই ফারুকসহ তার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমিসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হই। পরে অতিরিক্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে’
সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, ‘এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
২ ঘণ্টা আগে