বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কারণ, এই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা আছেন, তাঁরা ভোট চোরের সহযোগী।’ আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের পৌর এলাকার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি ভোটের মাঠে ছিল, ভোটের মাঠে আছে এবং ভবিষ্যতে ভোটের মাঠে থাকবে। বিএনপি ভোটের মাঠ থেকে ভোট চোর ও তাঁদের সহযোগীদের বিতাড়িত করবে।’
আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার থাকুক বা নাই থাকুক, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন করতে দেব না। জীবনের বিনিময়ে হলেও তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচন করতে দেব না। এই সংগ্রাম কঠিন সংগ্রাম। এই সংগ্রামের দেশের মানুষ আমাদের সঙ্গে আছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘পানি, গ্যাস, বিদ্যুতের বিলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। আওয়ামী লীগের দুর্নীতি ও চাঁদাবাজির কারণেই দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। দ্রব্যমূল্য যেখানে এসে দাঁড়িয়েছে তাতে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের সংসারের খরচ চালানো কষ্টকর হয়ে পড়েছে।’
সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, কৃষক দলের সহসভাপতি মামুনুর রশিদ খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৮ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১২ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৪ মিনিট আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপহৃত কর্মচারী আব্দুর রহমানকে (৪৫) উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. রাকিব হাসান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগে