Ajker Patrika

সকালে চুরির অপবাদে মারধর, সন্ধ্যায় মিলল ঝুলন্ত লাশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
সকালে চুরির অপবাদে মারধর, সন্ধ্যায় মিলল ঝুলন্ত লাশ

গাজীপুরের টঙ্গীতে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গী বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত কিশোরের নাম রাব্বি হোসেন (১৯)। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মির্জানগর এলাকার নূর নবীর ছেলে। 

পুলিশ জানায়, রাব্বি টঙ্গী বাজার এলাকায় একটি পুরাতন কাগজ প্রস্তুতকারী কারখানায় কাজ করতেন। আজ শুক্রবার সকালে কারখানায় টাকা চুরি হলে কারখানা মালিক রাব্বির বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাঁকে মারধর করেন। পরে কারখানায় কাজ শেষে দুপুরে রাব্বি মেসে ফিরে আসেন। পরে সন্ধ্যায় তাঁর কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর পাঠায় বাসার অন্য লোকজন। খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা করা হয়েছে। মামলায় কারখানা মালিক দুই ভাই ইয়ামিন ও ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়েছে। 

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত