
রাজধানীর রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের গুরুত্বপূর্ণ সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। এর জেরে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ রোববার রাত ১০টার দিকে এই গোলযোগের সূত্রপাত হয়। ঘটনার পরপরই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), পিজিসিবি এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) একযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিপিডিবির মুখপাত্র শামীম হাসান সাংবাদিকদের জানান, রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে ত্রুটির কারণে মূলত ডিপিডিসির অধীন অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ডেসকো অঞ্চলে তেমন প্রভাব পড়েনি।
রামপুরা, হাতিরঝিল, মগবাজার, বনানী, গুলশান ১ ও ২, ফার্মগেট, বাংলামোটর, মধুবাগ, কারওয়ান বাজার, হাতিরপুলসহ আশপাশের একাধিক এলাকায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গুলশান ২ এলাকায় বসবাসরত এক ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ সব বন্ধ হয়ে যায়। জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। যদি দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না আসে, তাহলে খাবার সংরক্ষণসহ অফিসের কাজেও সমস্যা হবে।’
হাতিরঝিলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, বিদ্যুৎ না থাকায় এলাকার সড়কবাতিগুলো নিভে গেছে। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তিনি বলেন, ‘আমরা ম্যানুয়ালি ট্রাফিক সামলানোর চেষ্টা করছি।’
পিজিসিবির একজন প্রকৌশলী জানান, সম্ভবত সাবস্টেশনে একটি সার্কিট ব্রেকার বিকল হয়ে পড়ে। এতে অতিরিক্ত লোড পড়ে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়। বর্তমানে পিজিসিবির একাধিক টিম মেরামতকাজে নিয়োজিত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
২৩ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
২৫ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
৪১ মিনিট আগে