
নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প এলাকায় ফকির অ্যাপারেলস নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে বিসিকের এক নম্বর গলিতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিসিকের এক নম্বর গলির ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন।
অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাঁদের বেশির ভাগই আগুনের ধোঁয়ায় ও কারখানা থেকে বের হতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ইউনিটের চালক মাঝপথে স্ট্রোক করে গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে শহরের চাষাঢ়ায় এক রিকশাচালক নিহত ও ৮ যাত্রী ও পথচারী আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে দমকলকর্মী নিজেও মৃত্যুবরণ করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘ফতুল্লার বিসিকে একটি শিল্পকারখানায় লাগা আগুন নেভাতে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। পথে চালক অসুস্থ হয়ে যান। তাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেট কার ও বেশ কয়েকটি রিকশা চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩১ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৫ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে