নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশপাশের ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর পরপরই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ হয়।
অ্যাডভোকেট সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ আদালত কম্পাউন্ডের ভেতরে ককটেলের বিস্ফোরণ হওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’ তিনি আরও বলেন, ‘আমি তখন মহানগর দায়রা জজ আদালতে ছিলাম। বের হয়েই লোকজনের দৌড়াদৌড়ি দেখতে পাই।’
বিস্ফোরণের সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বলেন, ‘এর আগে কোনো হরতালে আদালতের ভেতরে এমন ঘটনা ঘটেনি। মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরই এমন ঘটনা ঘটল। হয়তো ভয় দেখাতে এই বিস্ফোরণ।’ তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারত।’
এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘আদালতের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ বিষয় তদন্ত করা হচ্ছে।’
এর আগে পৌনে ৪টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানো হয়। রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ফয়সাল বিন আতিক ২২ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন।
এরপর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত থেকে বের হয়ে আদালত অঙ্গনে বিক্ষোভ মিছিল করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশপাশের ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর পরপরই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ হয়।
অ্যাডভোকেট সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ আদালত কম্পাউন্ডের ভেতরে ককটেলের বিস্ফোরণ হওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’ তিনি আরও বলেন, ‘আমি তখন মহানগর দায়রা জজ আদালতে ছিলাম। বের হয়েই লোকজনের দৌড়াদৌড়ি দেখতে পাই।’
বিস্ফোরণের সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বলেন, ‘এর আগে কোনো হরতালে আদালতের ভেতরে এমন ঘটনা ঘটেনি। মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরই এমন ঘটনা ঘটল। হয়তো ভয় দেখাতে এই বিস্ফোরণ।’ তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারত।’
এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘আদালতের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ বিষয় তদন্ত করা হচ্ছে।’
এর আগে পৌনে ৪টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানো হয়। রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ফয়সাল বিন আতিক ২২ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন।
এরপর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত থেকে বের হয়ে আদালত অঙ্গনে বিক্ষোভ মিছিল করেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে