সাম্প্রদায়িক অপশক্তিকে রাষ্ট্র ও উন্নয়নের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের দল এবং সরকার মনে করে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক অপশক্তি রাষ্ট্রের বিকাশ ও উন্নয়নের শত্রু। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রেও এরাই শত্রু। আজ শুক্রবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহানগর সর্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীরেন শিকদার এবং সর্বজনীন পূজা কমিটির সহসভাপতি মণীন্দ্র কুমার নাথ।
তথ্যমন্ত্রী বলেন, গত দুর্গাপূজার সময় যখন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, বিভিন্ন পূজামণ্ডপে ও হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিতে হামলা চালানো হয়, আমাদের দলের নেতা-কর্মীরা তখন আপনাদের পাশে ছিলেন।
সভাপতির বক্তব্যে জে এল ভৌমিক অভিযোগ করে বলেন, বলা হয় আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল। অথচ যত জায়গায় আমরা হামলার শিকার হয়েছি সেখানে ঘটনার সময় কিংবা ঘটনার পরেও কোনো আওয়ামী লীগ নেতা আসেননি। আমরা যাওয়ার পর তাঁরা এসে দুঃখ প্রকাশ করেন। ততক্ষণে যা ক্ষতি হওয়ার সব হয়ে যায়। বিষয়টা এমন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আস্তে আস্তে এ দেশ থেকে চলে যান।
বীরেন শিকদার বলেন, এ দেশে যখন নির্বাচন আসে তখনই হিন্দু সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েন। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এখনো একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারিনি। বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়ে কোনো নির্বাচন এখানে হয় না।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে