নারায়ণগঞ্জের বন্দর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। এতে সড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। গতকাল সোমবার রাত সাড়ে দশটায় মহাসড়কের মদনপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটিগুলি মহাসড়কে পড়ে যায়। এতে একটি বাস ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, বৈদ্যুতিক খুঁটি সরাতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। আপাতত মহাসড়কের ঢাকামুখী লেন দুই অংশে ভাগ করে যান চলাচল করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে দশটা নাগাদ ঢাকা থেকে চট্টগ্রামমুখী সড়কে হঠাৎ একটি খুঁটি বিকট শব্দে পরে যায়। এরপর একে পড়ে যায় টি খুঁটি। এর মধ্যে একটি খুঁটি নাফ পরিবহনের বাসে অপরটি কাভার্ডভ্যানের ওপর পরে। তবে এতে কোনো যাত্রী বা পথচারী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে খুঁটি পড়ে যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে কাচপুর ব্রিজ এবং ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।
বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেন বর্ধিতকরণের কাজ চলছে। সোমবার রাতে সেখানকার মাটি সড়ে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ মহাসড়কে পড়ে। এ সময় বৈদ্যুতিক তার লাগানো থাকায় টান লেগে আরও আটটি খুঁটির পড়ে যায়।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৩১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে