রাজধানীতে যেসব মার্কেট অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে, সেসব মার্কেট থেকে ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ যদি আরও কোনো মার্কেট থাকে, ফায়ার সার্ভিস সেটাও নির্দেশনা দেবে। সেইগুলো নিয়ে যেন ব্যবসায়ীরাও চিন্তা-ভাবনা করেন। সেই সব মার্কেটে অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা না রেখে তাঁরা যেন ব্যবসা না করেন। মার্কেটগুলো থেকে তাঁরা যেন ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেন।’
বঙ্গবাজারে আগুনের ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে সবকিছু চিন্তা করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা এসব বিষয়কে কীভাবে প্রোটেকশন দেব সেটাও এখন আলোচনায় এসে গেছে। এর পাশেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে। সেটাও আগুনে পুড়েছে। সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ত তাহলে এই পুলিশ হেডকোয়ার্টারও হয়তো আরও ক্ষতিগ্রস্ত হতো। পুলিশ হেডকোয়ার্টারে কিছু অগ্নিনির্বাপক যন্ত্র মেইনটেন করার কারণে কিছুটা হলেও সেটা থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু বাকি এই কমপ্লেক্সসহ (বঙ্গবাজার কমপ্লেক্স) চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কমিটি করেছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছে। তারা জানার চেষ্টা করছে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো। আমাদের মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। সেখানে সবাইকে রাখা হয়েছে। যাতে করে, কেন এই দুর্ঘটনা ঘটল, মানে কারও অবহেলা আছে কিনা, আমাদের ভবিষ্যতে কী করণীয় সেটাও আমাদের দিক–নির্দেশনা এই কমিটিগুলো দেবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৭ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৮ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৮ ঘণ্টা আগে