নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে যেসব মার্কেট অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে, সেসব মার্কেট থেকে ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ যদি আরও কোনো মার্কেট থাকে, ফায়ার সার্ভিস সেটাও নির্দেশনা দেবে। সেইগুলো নিয়ে যেন ব্যবসায়ীরাও চিন্তা-ভাবনা করেন। সেই সব মার্কেটে অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা না রেখে তাঁরা যেন ব্যবসা না করেন। মার্কেটগুলো থেকে তাঁরা যেন ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেন।’
বঙ্গবাজারে আগুনের ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে সবকিছু চিন্তা করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা এসব বিষয়কে কীভাবে প্রোটেকশন দেব সেটাও এখন আলোচনায় এসে গেছে। এর পাশেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে। সেটাও আগুনে পুড়েছে। সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ত তাহলে এই পুলিশ হেডকোয়ার্টারও হয়তো আরও ক্ষতিগ্রস্ত হতো। পুলিশ হেডকোয়ার্টারে কিছু অগ্নিনির্বাপক যন্ত্র মেইনটেন করার কারণে কিছুটা হলেও সেটা থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু বাকি এই কমপ্লেক্সসহ (বঙ্গবাজার কমপ্লেক্স) চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কমিটি করেছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছে। তারা জানার চেষ্টা করছে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো। আমাদের মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। সেখানে সবাইকে রাখা হয়েছে। যাতে করে, কেন এই দুর্ঘটনা ঘটল, মানে কারও অবহেলা আছে কিনা, আমাদের ভবিষ্যতে কী করণীয় সেটাও আমাদের দিক–নির্দেশনা এই কমিটিগুলো দেবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’

রাজধানীতে যেসব মার্কেট অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে, সেসব মার্কেট থেকে ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ যদি আরও কোনো মার্কেট থাকে, ফায়ার সার্ভিস সেটাও নির্দেশনা দেবে। সেইগুলো নিয়ে যেন ব্যবসায়ীরাও চিন্তা-ভাবনা করেন। সেই সব মার্কেটে অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা না রেখে তাঁরা যেন ব্যবসা না করেন। মার্কেটগুলো থেকে তাঁরা যেন ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেন।’
বঙ্গবাজারে আগুনের ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে সবকিছু চিন্তা করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা এসব বিষয়কে কীভাবে প্রোটেকশন দেব সেটাও এখন আলোচনায় এসে গেছে। এর পাশেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে। সেটাও আগুনে পুড়েছে। সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ত তাহলে এই পুলিশ হেডকোয়ার্টারও হয়তো আরও ক্ষতিগ্রস্ত হতো। পুলিশ হেডকোয়ার্টারে কিছু অগ্নিনির্বাপক যন্ত্র মেইনটেন করার কারণে কিছুটা হলেও সেটা থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু বাকি এই কমপ্লেক্সসহ (বঙ্গবাজার কমপ্লেক্স) চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কমিটি করেছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছে। তারা জানার চেষ্টা করছে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো। আমাদের মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। সেখানে সবাইকে রাখা হয়েছে। যাতে করে, কেন এই দুর্ঘটনা ঘটল, মানে কারও অবহেলা আছে কিনা, আমাদের ভবিষ্যতে কী করণীয় সেটাও আমাদের দিক–নির্দেশনা এই কমিটিগুলো দেবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে