ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ ছাত্তার প্রামাণিকের মৃত্যু হয়েছে। আজ রোববার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে।
নিহত ছাত্তার প্রামাণিক জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি পূর্বপাড়ার বাসিন্দা।
জানা যায়, মাজেদা জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে কিশোর সোহান। গত বৃহস্পতিবার রাতে মিলের ডিউটি শেষ করে বেতন নিয়ে বাড়ি ফিরছিল সোহান। পথিমধ্যে স্থানীয় কিশোর গ্যাং শামীমসহ ৪-৫ জন তাঁর কাছ থেকে জোরপূর্বক ২০০ টাকা নিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায় সোহান।
গতকাল (শনিবার) সোহানের বাবা রুবেল প্রামাণিক ও দাদা ছাত্তার প্রামাণিক বাড়ির পাশের দোকানে গিয়ে শামীমের কাছে বিষয়টি জানতে চান। এ সময় তাঁদের সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীমের সঙ্গে যোগ দেয় সাঈদ, সিয়াম, নুরাসহ আরও কয়েকজন। ওই কিশোররা ছাত্তার প্রামাণিকের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছাত্তার প্রামাণিক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ছেলে রুবেল প্রামাণিক বলেন, ‘আমার ছেলে সোহান জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে। বৃহস্পতিবার রাতে বেতন নিয়ে বাড়ি ফেরার পথে শামীমসহ আরও কয়েকজন সোহানের কাছ থেকে জোর করে ২০০ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে জানালে আমি, আমার স্ত্রী ও আব্বাকে সঙ্গে নিয়ে বিষয়টি জানতে শামীমের কাছে যাই।’
তিনি বলেন, ‘সেখানে যাওয়ার পর শামীম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আমার আব্বার বুকে ঘুষি দেয় শামীম, সিয়ামসহ কয়েকজন। এরপর আব্বা অসুস্থ হয়ে পরলে তাকে বাড়িতে এনে মাথায় পানি দিই, পরে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্বা। আব্বাকে যারা এভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আজ (রোববার) মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে রাতেই তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় ছাত্তার প্রামাণিকের ছেলে রুবেল প্রামাণিক বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ফরিদপুরের মধুখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ ছাত্তার প্রামাণিকের মৃত্যু হয়েছে। আজ রোববার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে।
নিহত ছাত্তার প্রামাণিক জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি পূর্বপাড়ার বাসিন্দা।
জানা যায়, মাজেদা জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে কিশোর সোহান। গত বৃহস্পতিবার রাতে মিলের ডিউটি শেষ করে বেতন নিয়ে বাড়ি ফিরছিল সোহান। পথিমধ্যে স্থানীয় কিশোর গ্যাং শামীমসহ ৪-৫ জন তাঁর কাছ থেকে জোরপূর্বক ২০০ টাকা নিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায় সোহান।
গতকাল (শনিবার) সোহানের বাবা রুবেল প্রামাণিক ও দাদা ছাত্তার প্রামাণিক বাড়ির পাশের দোকানে গিয়ে শামীমের কাছে বিষয়টি জানতে চান। এ সময় তাঁদের সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীমের সঙ্গে যোগ দেয় সাঈদ, সিয়াম, নুরাসহ আরও কয়েকজন। ওই কিশোররা ছাত্তার প্রামাণিকের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছাত্তার প্রামাণিক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ছেলে রুবেল প্রামাণিক বলেন, ‘আমার ছেলে সোহান জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করে। বৃহস্পতিবার রাতে বেতন নিয়ে বাড়ি ফেরার পথে শামীমসহ আরও কয়েকজন সোহানের কাছ থেকে জোর করে ২০০ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি বাড়িতে এসে জানালে আমি, আমার স্ত্রী ও আব্বাকে সঙ্গে নিয়ে বিষয়টি জানতে শামীমের কাছে যাই।’
তিনি বলেন, ‘সেখানে যাওয়ার পর শামীম আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আমার আব্বার বুকে ঘুষি দেয় শামীম, সিয়ামসহ কয়েকজন। এরপর আব্বা অসুস্থ হয়ে পরলে তাকে বাড়িতে এনে মাথায় পানি দিই, পরে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্বা। আব্বাকে যারা এভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আজ (রোববার) মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে রাতেই তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় ছাত্তার প্রামাণিকের ছেলে রুবেল প্রামাণিক বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে