প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে সকাল থেকে যাত্রীবাহি বাস, পণ্যবাহি ট্রাক, ব্যাক্তিগত যানবাহন ও যাত্রীর কিছুটা চাপ রয়েছে। তবে চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই ফেরি পার হচ্ছে যাত্রী ও যানবাহন।
আজ রোববার সকাল ৯টা পযর্ন্ত দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এবং ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই কিলোমিটার এলাকায় পণ্যবাহি ট্রাকের সারি ছিল। এরমধ্যে ব্যাক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাক, কাভার্ডভ্যানে ঘাটে আসছে। ফেরিগুলোতে উপচে পড়া ভিড় না থাকলেও অতিরিক্ত যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ফেরিগুলোতে যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনেই পারাপার হচ্ছে। অনেকের মুখে ছিলোনা মাস্ক।
তবে সকাল ৯টার পরে ব্যক্তিগত ও বাসের সিরিয়াল কমতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই ফেরি পার হচ্ছে যাত্রী ও যানবাহন গুলো।
ঢাকামুখী সাগর মোল্লা জানায়, আজ স্বস্তিতেই ফেরি পার হতে পারবো। কারণ যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম। ভোর চারটায় চুয়াডাঙ্গা থেকে ট্রাকে উঠেছি। ঘাটে এসেছি সাতটার দিকে। জ্যামে আটকে আছি। ফেরিতে উঠতে ঘণ্টাখানেক সময় লাগবে মনে হয়। বাসে গেলে অফিস ধরতে পারব না, তাই ট্রাকে ঝুঁকি নিয়েই যেতে হচ্ছে। চাকরি তো বাঁচাতে হবে।
স্থানীয় আজাদ হোসেন জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে। কেননা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন জেলার বাস ঘাট এলাকায় পৌঁছাবে বেলা সকাল এগারোটার দিকে। সে সময় যানবাহনের সাড়ি বৃদ্ধি পাবে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মজিবুর রহমান জানায়, গণপরিবহন চালুর পর থেকেই ঘাট এলাকায় চাপ রয়েছে। তবে যানবাহন গুলিকে বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। এই রুটে ছোট বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে সকাল থেকে যাত্রীবাহি বাস, পণ্যবাহি ট্রাক, ব্যাক্তিগত যানবাহন ও যাত্রীর কিছুটা চাপ রয়েছে। তবে চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই ফেরি পার হচ্ছে যাত্রী ও যানবাহন।
আজ রোববার সকাল ৯টা পযর্ন্ত দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এবং ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুই কিলোমিটার এলাকায় পণ্যবাহি ট্রাকের সারি ছিল। এরমধ্যে ব্যাক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাক, কাভার্ডভ্যানে ঘাটে আসছে। ফেরিগুলোতে উপচে পড়া ভিড় না থাকলেও অতিরিক্ত যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ফেরিগুলোতে যাত্রীরা স্বাস্থ্যবিধি না মেনেই পারাপার হচ্ছে। অনেকের মুখে ছিলোনা মাস্ক।
তবে সকাল ৯টার পরে ব্যক্তিগত ও বাসের সিরিয়াল কমতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই ফেরি পার হচ্ছে যাত্রী ও যানবাহন গুলো।
ঢাকামুখী সাগর মোল্লা জানায়, আজ স্বস্তিতেই ফেরি পার হতে পারবো। কারণ যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম। ভোর চারটায় চুয়াডাঙ্গা থেকে ট্রাকে উঠেছি। ঘাটে এসেছি সাতটার দিকে। জ্যামে আটকে আছি। ফেরিতে উঠতে ঘণ্টাখানেক সময় লাগবে মনে হয়। বাসে গেলে অফিস ধরতে পারব না, তাই ট্রাকে ঝুঁকি নিয়েই যেতে হচ্ছে। চাকরি তো বাঁচাতে হবে।
স্থানীয় আজাদ হোসেন জানায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে। কেননা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরাসহ বিভিন্ন জেলার বাস ঘাট এলাকায় পৌঁছাবে বেলা সকাল এগারোটার দিকে। সে সময় যানবাহনের সাড়ি বৃদ্ধি পাবে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মজিবুর রহমান জানায়, গণপরিবহন চালুর পর থেকেই ঘাট এলাকায় চাপ রয়েছে। তবে যানবাহন গুলিকে বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। এই রুটে ছোট বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে