শরীয়তপুরে ভবনের ছাদে উঠে বৃষ্টিতে ভিজে নাচের ভিডিও বানানোর সময় বজ্রপাতে দুই তরুণী আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর শহরের জেলা মুক্তিযোদ্ধা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন—মেঘলা আক্তার (২২) ও জিয়াসমিন আক্তার (১৮)। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেঘলা সদর উপজেলার চিতলিয়া সমিতির হাট এলাকার সুলতান আহমদের মেয়ে এবং জিয়াসমিনের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়।
তারা দু’জন ওই ভবনের নিচতলায় অবস্থিত ইসলামি চক্ষু হাসপাতালের কর্মচারী।
হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক অনিক জানান, প্রায় দুই বছর যাবৎ মেঘলা ও জিয়াসমিন শরীয়তপুর জেলা শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত ইসলামি চক্ষু হাসপাতালে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রায় সব স্টাফ খাবার খেতে চলে যান। এ সময় বৃষ্টি শুরু হলে মেঘলা ও জিয়াসমিন ওই ভবনের ছাদে গিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নাচের ভিডিও করছিলেন। মেঘলা নাচছিলেন আর জিয়াসমিন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এমন সময় বজ্রপাত হয়। বজ্রপাতে আগুনের লেলিহান শিখা তাঁদের ওপর দিয়ে বয়ে যায়। এতে তারা দু’জনই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। টের পেয়ে হাসপাতালের ম্যানেজারসহ অন্যরা গিয়ে তাঁদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জিয়াসমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে মেঘলার চিকিৎসা চলছে।
এ দিকে বৃষ্টিতে ভিজে নাচের ভিডিও করার সময় বজ্রপাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘলা নাচছেন আর জিয়াসমিন ভিডিও করছেন। এমন সময় বিকট শব্দ। বজ্রপাতের আগুনের ঝলক তাঁদের ওপর এসে পড়লে তাঁরা চিৎকার করে লুটিয়ে পড়েন।
হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক অনিক বলেন, ‘বৃষ্টি শুরু হলে মেঘলা ও জিয়াসমিন ছাদে যান, সেটা আমি দেখেছি। হঠাৎ বজ্রপাত হলে আমার আশঙ্কা হয়, তাঁদের ক্ষতি হতে পারে। আমি দ্রুত ছাদে উঠে দেখি দুজন অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তখন আরও লোকজন নিয়ে তাঁদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।’
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রোকসানা বিনতে আকবর বলেন, ‘বজ্রপাতের শব্দ ও আগুনের আতঙ্কে তাঁরা অজ্ঞান হয়ে যান। পরে তাঁদের জ্ঞান ফেরে। বজ্রপাতে তাঁদের শরীরের কোনো ক্ষতি হয়নি। তাঁরা শঙ্কামুক্ত। তাঁদের চিকিৎসা চলছে। দু–এক দিনের মধ্যে তাঁরা সুস্থ হয়ে যাবেন।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে