নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির তৃতীয় দিন ছিল মঙ্গলবার (১২ মার্চ)। রাজধানীর খামারবাড়িতে সকাল ১০টার দিকে দুধ, ডিম ও মাছ নিয়ে মন্ত্রণালয়ের গাড়ি আসার কথা ছিল। বেলা ১১টার পর ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যান আসে। এতে এক ঘণ্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ৫০ জনের বেশি নারী-পুরুষ দুধ, ডিম, মাংসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছিলেন। অনেকে রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পেরে পণ্য না কিনেই চলে যান।
মাংস, দুধ, ডিম বিক্রি কার্যক্রম পরিচালনা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক বলেন, ‘আমাদের কিছু ড্রেসড ব্রয়লারের ঘাটতি পড়ে গেছে। বিশেষ অর্ডার দিয়ে আনা হয়েছে। সে কারণে একটু দেরি হয়েছে।’
রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ বিক্রি কার্যক্রম পরিচালনা করছেন মৎস্য অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের গাড়ি খামারবাড়িতে মাছ বিক্রি করছে সকাল ১০টা থেকে। রুই ২৪০, পাঙাশ ১৩০, তেলাপিয়া ১৩০, পাবদা ৩৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেখানে দায়িত্ব পালনকারী মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, ‘সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। শহরে মোট আটটি ভ্যান যাবে। প্রতিটি ভ্যানে ৩০০ কেজি করে মাছ থাকার কথা। আমরা মোট ৩১১ কেজি মাছ নিয়ে এসেছি। এর মধ্যে তেলাপিয়া ১২৩ কেজি, রুই ৫০ কেজি এবং পাবদা ১৫ কেজি আনা হয়েছে।
এদিকে খামারবাড়িসহ রাজধানীর মোট ৩০টি স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রির কথা জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ২৫টি এবং স্থায়ী বাজার ৫টি। অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বর ছাড়া বাকি ২৯টি স্থানে সঠিক সময়ে দুধ ডিম মাংস বিক্রি হয়েছে।

রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির তৃতীয় দিন ছিল মঙ্গলবার (১২ মার্চ)। রাজধানীর খামারবাড়িতে সকাল ১০টার দিকে দুধ, ডিম ও মাছ নিয়ে মন্ত্রণালয়ের গাড়ি আসার কথা ছিল। বেলা ১১টার পর ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যান আসে। এতে এক ঘণ্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ৫০ জনের বেশি নারী-পুরুষ দুধ, ডিম, মাংসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়েছিলেন। অনেকে রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পেরে পণ্য না কিনেই চলে যান।
মাংস, দুধ, ডিম বিক্রি কার্যক্রম পরিচালনা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক বলেন, ‘আমাদের কিছু ড্রেসড ব্রয়লারের ঘাটতি পড়ে গেছে। বিশেষ অর্ডার দিয়ে আনা হয়েছে। সে কারণে একটু দেরি হয়েছে।’
রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ বিক্রি কার্যক্রম পরিচালনা করছেন মৎস্য অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের গাড়ি খামারবাড়িতে মাছ বিক্রি করছে সকাল ১০টা থেকে। রুই ২৪০, পাঙাশ ১৩০, তেলাপিয়া ১৩০, পাবদা ৩৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেখানে দায়িত্ব পালনকারী মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, ‘সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। শহরে মোট আটটি ভ্যান যাবে। প্রতিটি ভ্যানে ৩০০ কেজি করে মাছ থাকার কথা। আমরা মোট ৩১১ কেজি মাছ নিয়ে এসেছি। এর মধ্যে তেলাপিয়া ১২৩ কেজি, রুই ৫০ কেজি এবং পাবদা ১৫ কেজি আনা হয়েছে।
এদিকে খামারবাড়িসহ রাজধানীর মোট ৩০টি স্থানে দুধ, ডিম ও মাংস বিক্রির কথা জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ২৫টি এবং স্থায়ী বাজার ৫টি। অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বর ছাড়া বাকি ২৯টি স্থানে সঠিক সময়ে দুধ ডিম মাংস বিক্রি হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
২ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১৪ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে