সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি ফসল ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে ও ভেঙে পড়েছে। এ ছাড়া আমের গুটি গাছ থেকে ঝরে পড়েছে। অন্যদিকে শাক-সবজির ক্ষতি হয়েছে।
আজ রোববার ভোরে ২৫ মিনিটের ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ফসলসহ উপজেলার ১৪টি ইউনিয়নের গাছ-পালা, বেশ কিছু ঘর-বাড়ি টিনের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে এবং ভেঙে পড়েছে।
এদিন উপজেলা ঘুরে দেখা গেছে, অনেক জমিতে ভেঙে পড়েছে ভুট্টা, সূর্যমুখী, কলা, পেঁপেগাছ। নষ্ট হয়েছে বিভিন্ন জমির শাক-সবজি। এতে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন শাকসবজির তেমন একটা ক্ষতি হয়নি, এগুলো কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
বয়রাগাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সূর্যমুখী চাষি গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘৩৫ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছি। জমিজুড়ে ফুলে ভরে গিয়েছিল। হঠাৎ ভোরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে আমার জমির সূর্যমুখীর অনেক গাছ ভেঙে নিচে পড়ে গেছে। এতে কী পরিমাণে ফসল পাব জানি না। মাত্র সূর্যমুখী গাছে ফুল ফুটেছে, সেগুলোর ফসল অপরিপক্ব রয়েছে।’
আরেকজন ভুট্টা চাষি আল মাহমুদ বলেন, ‘২০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। সকালের ঝোড়ো হাওয়ায় সব ভুট্টা গাছ নিচে পড়ে গেছে। অনেকগুলো ভেঙে গেছে। গাছগুলোতে মাত্র ফসল ধরেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ‘আজ ভোরে হঠাৎ বৃষ্টিসহ দমকা হাওয়ায় ফসলের কিছু ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়নি। ঝোড়ো হাওয়া পরবর্তী আমরা কৃষকদের পাশেই রয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছে, যাতে করে ফসল নষ্ট কম হয়।’

হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি ফসল ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে ও ভেঙে পড়েছে। এ ছাড়া আমের গুটি গাছ থেকে ঝরে পড়েছে। অন্যদিকে শাক-সবজির ক্ষতি হয়েছে।
আজ রোববার ভোরে ২৫ মিনিটের ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ফসলসহ উপজেলার ১৪টি ইউনিয়নের গাছ-পালা, বেশ কিছু ঘর-বাড়ি টিনের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে এবং ভেঙে পড়েছে।
এদিন উপজেলা ঘুরে দেখা গেছে, অনেক জমিতে ভেঙে পড়েছে ভুট্টা, সূর্যমুখী, কলা, পেঁপেগাছ। নষ্ট হয়েছে বিভিন্ন জমির শাক-সবজি। এতে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন শাকসবজির তেমন একটা ক্ষতি হয়নি, এগুলো কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
বয়রাগাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সূর্যমুখী চাষি গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘৩৫ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছি। জমিজুড়ে ফুলে ভরে গিয়েছিল। হঠাৎ ভোরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে আমার জমির সূর্যমুখীর অনেক গাছ ভেঙে নিচে পড়ে গেছে। এতে কী পরিমাণে ফসল পাব জানি না। মাত্র সূর্যমুখী গাছে ফুল ফুটেছে, সেগুলোর ফসল অপরিপক্ব রয়েছে।’
আরেকজন ভুট্টা চাষি আল মাহমুদ বলেন, ‘২০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। সকালের ঝোড়ো হাওয়ায় সব ভুট্টা গাছ নিচে পড়ে গেছে। অনেকগুলো ভেঙে গেছে। গাছগুলোতে মাত্র ফসল ধরেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ‘আজ ভোরে হঠাৎ বৃষ্টিসহ দমকা হাওয়ায় ফসলের কিছু ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়নি। ঝোড়ো হাওয়া পরবর্তী আমরা কৃষকদের পাশেই রয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছে, যাতে করে ফসল নষ্ট কম হয়।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৬ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১৮ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
২৭ মিনিট আগে