ঢাকার সাভারে অচেতন করে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। থানায় দেওয়া লিখিত অভিযোগে ওই তরুণী উল্লেখ করেছেন, কাশবন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ও চিকিৎসক পরিচয়ে তাঁকে ইনজেকশন দিয়ে অচেতন করে ধর্ষণ করেন।
গত বুধবারের ঘটনায় আজ শনিবার সকালে সাভার থানায় এ লিখিত অভিযোগ দেন তরুণী। থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল অভিযোগ গ্রহণ করে একজন এসআইকে তদন্তের ভার দেন।
লিখিত অভিযোগে ওই তরুণী উল্লেখ করেছেন, তিনি মানিকগঞ্জের একটি কলেজের অনার্স (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি পরিবারের সঙ্গে সাভারে থাকেন। কর্মস্থলের সূত্রে কাশবন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালকের সঙ্গে তাঁর পরিচয় হয়।
ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে একরকম জোর করে ওই ছাত্রীর ওজন কমানোর কথা বলে গত বুধবার শরীরে ইনজেকশন দেন। এরপর তিনি অচেতন হয়ে গেলে তাঁকে ধর্ষণ করেন।
তরুণীর অভিযোগ করে বলেন, ‘আজ শনিবার থানায় অভিযোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী আমাদের বাসায় আসেন এবং আমার মা-বাবাসহ আমাকে তাঁদের অফিসে নিয়ে আপসের জন্য চাপ দেন।’
অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশবন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে গিয়ে কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি। কলবেল চাপার পর ভেতর থেকে ওই লোকের স্ত্রী বের হয়ে তাঁর পরিচয় দেন। কিন্তু বাসায় অন্য কোনো লোক না থাকার অজুহাতে তিনি এ প্রতিবেদককে ভেতরে ঢুকতে দেননি এবং কোনো কথাও বলেননি।
পরে মোবাইল ফোনে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মেয়েটি যে অভিযোগ করেছে, তা সত্য নয়।’
চিকিৎসক পরিচয় দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি মেডিসিনের সার্জন। তাই চিকিৎসক পরিচয় দিই।’ তবে তিনি কোন হাসপাতাল বা প্রতিষ্ঠানের চিকিৎসক, সে বিষয়ে কোনো তথ্য দেননি।
জানতে চাইলে সাভার থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল বলেন, অভিযোগ পাওয়ার পর এসআই চম্পককে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে