
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তিসহ পাঁচ দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার তাঁরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের ১২ সদস্যের এবং শিক্ষকদের ৬ সদস্যের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা) ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। আশ্বাস পেয়ে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা।
বৈঠক শেষে বেরিয়ে আন্দোলনের সংগঠক একেএম রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৩ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু আগামীকাল (মঙ্গলবার) ১২টায় মিটিং দেওয়া হয়েছে। এ মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগামীকালই আমাদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রূপরেখা দেওয়া হবে।’
শিক্ষকদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের নাসির উদ্দিন আহমদ বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) মিটিংয়ে শিক্ষা উপ উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী), তথ্য উপদেষ্টা নাহিদ, সেনাবাহিনীর কর্মকর্তারাও থাকবেন। ইউজিসির যে পাইলট প্রকল্প সেটার কার্যক্রম যখনই শুরু হবে সেটায় প্রথম বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে বলে তাঁরা আমাদের জানিয়েছে।’

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে