টঙ্গী প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে মাদক কারবার ও দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শতাধিক নারী–পুরুষকে আটক করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর কেরানিটেক বস্তি ও এর পাশের ‘জাভান’ হোটেলে অভিযান চালানো হয়।
অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে ৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা, ২ হাজার ৫০০টি ইয়াবা বড়ি, ২০ বোতল দেশীয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্র ও নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ছাড়াও র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫৫০ সদস্য অংশ নেন। আটককৃতদের আজ সোমবার সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
অপর দিকে টঙ্গীর ‘জাভান’ হোটেলে গতকাল দিবাগত রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত চলা যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ী সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন।
হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জন নারী, ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়েছে।
এদিকে রাতে অভিযান চলাকালে হোটেল পরিচালনার দায়িত্বে থাকা মিল্টন (৪৫) নামে এক ব্যক্তি তিনতলা থেকে লাফিয়ে পালাতে গেলে পাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আপৎকালীন তাঁর মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মিল্টনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জাভান হোটেল থেকে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার একজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের জানান, টঙ্গীর আমতলী এলাকায় জাভান হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিল। অভিযান চালিয়ে মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে দেহব্যবসার অপরাধে নারী–পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে মাদক কারবার ও দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শতাধিক নারী–পুরুষকে আটক করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর কেরানিটেক বস্তি ও এর পাশের ‘জাভান’ হোটেলে অভিযান চালানো হয়।
অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে ৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা, ২ হাজার ৫০০টি ইয়াবা বড়ি, ২০ বোতল দেশীয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্র ও নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ছাড়াও র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫৫০ সদস্য অংশ নেন। আটককৃতদের আজ সোমবার সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
অপর দিকে টঙ্গীর ‘জাভান’ হোটেলে গতকাল দিবাগত রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত চলা যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ী সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন।
হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জন নারী, ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনকে আটক করা হয়েছে।
এদিকে রাতে অভিযান চলাকালে হোটেল পরিচালনার দায়িত্বে থাকা মিল্টন (৪৫) নামে এক ব্যক্তি তিনতলা থেকে লাফিয়ে পালাতে গেলে পাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আপৎকালীন তাঁর মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মিল্টনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জাভান হোটেল থেকে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার একজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. তাহসিন তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের জানান, টঙ্গীর আমতলী এলাকায় জাভান হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিল। অভিযান চালিয়ে মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে দেহব্যবসার অপরাধে নারী–পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১২ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২৪ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে