কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে সংগঠনের কর্মী সম্মেলনের কথা বলে অষ্টগ্রাম, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, ‘জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের নাম করে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ পরিচিত লোকজনের কাছে চাঁদা দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আমার রাজনৈতিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে।’
অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হকের কাছে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, ‘রোববার বিকেলে আমি একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল পাই। অপর প্রান্ত থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নেভিনের পরিচয় দেওয়া হয়। আমাকে বলা হয়, ছাত্রদলের কর্মী সম্মেলন হচ্ছে। ছেলেপেলেদের পানির খরচ দেওয়ার জন্য। এক হাজার বোতল পানি দিতে বলা হয়। আমি তখন আন্দাজ করি, বিষয়টি যে কেউ নেভিনের নাম ভাঙিয়ে পানির খরচ চাচ্ছেন। পরে বিষয়টা নেভিনকে জানাই। তিনি জানান, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছেও একইভাবে কর্মী সম্মেলনের কথা বলে পানির খরচ চেয়েছে একটি চক্র।’
ফেরদৌস আহমেদ নেভিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় জিডি করেছি। পরে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করি। পুলিশ জানিয়েছে, ওই মোবাইল ফোনটির অবস্থান লালমনিরহাট দেখাচ্ছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার লালমনিরহাটের পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে সংগঠনের কর্মী সম্মেলনের কথা বলে অষ্টগ্রাম, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, ‘জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের নাম করে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ পরিচিত লোকজনের কাছে চাঁদা দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আমার রাজনৈতিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে।’
অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হকের কাছে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, ‘রোববার বিকেলে আমি একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল পাই। অপর প্রান্ত থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নেভিনের পরিচয় দেওয়া হয়। আমাকে বলা হয়, ছাত্রদলের কর্মী সম্মেলন হচ্ছে। ছেলেপেলেদের পানির খরচ দেওয়ার জন্য। এক হাজার বোতল পানি দিতে বলা হয়। আমি তখন আন্দাজ করি, বিষয়টি যে কেউ নেভিনের নাম ভাঙিয়ে পানির খরচ চাচ্ছেন। পরে বিষয়টা নেভিনকে জানাই। তিনি জানান, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছেও একইভাবে কর্মী সম্মেলনের কথা বলে পানির খরচ চেয়েছে একটি চক্র।’
ফেরদৌস আহমেদ নেভিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় জিডি করেছি। পরে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করি। পুলিশ জানিয়েছে, ওই মোবাইল ফোনটির অবস্থান লালমনিরহাট দেখাচ্ছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার লালমনিরহাটের পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে