Ajker Patrika

কিশোরগঞ্জে কর্মী সম্মেলনের কথা বলে চাঁদা দাবি, ছাত্রদল নেতার জিডি

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪৬
কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে মডেল থানায় ছাত্রদল নেতার জিডি। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে মডেল থানায় ছাত্রদল নেতার জিডি। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে সংগঠনের কর্মী সম্মেলনের কথা বলে অষ্টগ্রাম, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, ‘জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের নাম করে অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ পরিচিত লোকজনের কাছে চাঁদা দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আমার রাজনৈতিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে।’

অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হকের কাছে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন, ‘রোববার বিকেলে আমি একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল পাই। অপর প্রান্ত থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নেভিনের পরিচয় দেওয়া হয়। আমাকে বলা হয়, ছাত্রদলের কর্মী সম্মেলন হচ্ছে। ছেলেপেলেদের পানির খরচ দেওয়ার জন্য। এক হাজার বোতল পানি দিতে বলা হয়। আমি তখন আন্দাজ করি, বিষয়টি যে কেউ নেভিনের নাম ভাঙিয়ে পানির খরচ চাচ্ছেন। পরে বিষয়টা নেভিনকে জানাই। তিনি জানান, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কাছেও একইভাবে কর্মী সম্মেলনের কথা বলে পানির খরচ চেয়েছে একটি চক্র।’

ফেরদৌস আহমেদ নেভিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় জিডি করেছি। পরে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করি। পুলিশ জানিয়েছে, ওই মোবাইল ফোনটির অবস্থান লালমনিরহাট দেখাচ্ছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার লালমনিরহাটের পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দাপ্রধানদের আসর, কী হচ্ছে সেখানে

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত