ঢাবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে যার সাধ্যমতো ত্রাণ নিয়ে আসছেন ছাত্র–শিক্ষক কেন্দ্র—টিএসসির দিকে। গত কয়েক দিন এতসংখ্যক ত্রাণ টিএসসিতে এসেছে যে এখন আর জায়গা হচ্ছে না। ত্রাণে টইটুম্বুর গোটা টিএসসি।
টিএসসিতে ত্রাণ রাখার জায়গা না থাকায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক কেন্দ্রের (কেন্দ্রীয় খেলার মাঠে) গ্যালারিতে জমা রাখা হচ্ছে ত্রাণ। বর্তমানে টিএসসিতে কোনো ধরনের ত্রাণ নেওয়া হচ্ছে না। তবে সেখানে নগদ টাকা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত নগদ সংগ্রহ করা হয়েছে ৪ কোটি ৩৯ লাখ ১ হাজার ৬৯০ টাকা।
আজ রোববার কেন্দ্রীয় খেলার মাঠ সরেজমিন দেখা যায়, সকাল থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসহ (ইউল্যাব) রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।
সরেজমিন আরও দেখা যায়, রাজধানীসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ কাপড়, চিড়া, মুড়ি, বিস্কুট, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে আসছেন। কেউ রিকশা করে আনছেন, কেউবা আনছেন ভ্যানে করে, আবার কেউ হাতে করে নিয়ে আসছেন। ত্রাণ আসার সঙ্গে সঙ্গে সেগুলো প্যাকেট হচ্ছে, বিভিন্ন আইটেমের সমন্বয়ে।
সকাল থেকে টানা কাজ করে যাচ্ছেন—এমন একজন হলেন ইউল্যাবের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তারান্নুম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সকাল থেকে কাজ করছি। মানুষের জন্য কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি এ কাজ এনজয় করছি। আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, কাজ করছি। মানুষও আমাদের পাশে দাঁড়াচ্ছে। বিভিন্নজন আমাদের খাবার সরবরাহ করছে। এক নতুন বাংলাদেশ, আমার খুব ভালো লাগছে।’
ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জাহেদুর রহমান ওয়াসিক বলেন, ‘কাজ করে খুব ভালো লাগছে। সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত। তারপরও কেমন যেন একটা প্রশান্তি কাজ করছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং মিডিয়া ও কমিউনিকেশন উইংয়ের সমন্বয়ক রেজওয়ান আহম্মেদ রিফাত বলেন, ‘২৪ আগস্ট টিএসসি এবং ডাকসু ক্যাফেটেরিয়া থেকে ১৯টি বড় ট্রাক বোঝায় করে সড়কপথে এবং বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় আকাশপথে ২০ হাজারের বেশি রিলিফ প্যাকেজ পাঠানো হয়েছে। আমরা সকল কিছুর হিসাব রাখছি।’
সার্বিক বিষয়ে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদ আমাদের বিভক্ত করেছিল, কিন্তু সংকট আমাদের একত্রিত করেছে। জনগণ যে ত্রাণ দিয়েছেন, তা আমাদের কাছে একটি আমানত। আমরা তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিচ্ছি ও দেব। টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে গত তিন দিন এবং আজকে (২৫ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত মোট নগদ সংগ্রহ ৪ কোটি ৩৯ লাখ ১ হাজার ৬৯০ টাকা। শুধু আজ (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিএসসি থেকে নগদ অর্থ সংগ্রহ সব মিলিয়ে ৮৩ লাখ ৯০ হাজার টাকা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে যার সাধ্যমতো ত্রাণ নিয়ে আসছেন ছাত্র–শিক্ষক কেন্দ্র—টিএসসির দিকে। গত কয়েক দিন এতসংখ্যক ত্রাণ টিএসসিতে এসেছে যে এখন আর জায়গা হচ্ছে না। ত্রাণে টইটুম্বুর গোটা টিএসসি।
টিএসসিতে ত্রাণ রাখার জায়গা না থাকায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক কেন্দ্রের (কেন্দ্রীয় খেলার মাঠে) গ্যালারিতে জমা রাখা হচ্ছে ত্রাণ। বর্তমানে টিএসসিতে কোনো ধরনের ত্রাণ নেওয়া হচ্ছে না। তবে সেখানে নগদ টাকা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত নগদ সংগ্রহ করা হয়েছে ৪ কোটি ৩৯ লাখ ১ হাজার ৬৯০ টাকা।
আজ রোববার কেন্দ্রীয় খেলার মাঠ সরেজমিন দেখা যায়, সকাল থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসহ (ইউল্যাব) রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।
সরেজমিন আরও দেখা যায়, রাজধানীসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ কাপড়, চিড়া, মুড়ি, বিস্কুট, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে আসছেন। কেউ রিকশা করে আনছেন, কেউবা আনছেন ভ্যানে করে, আবার কেউ হাতে করে নিয়ে আসছেন। ত্রাণ আসার সঙ্গে সঙ্গে সেগুলো প্যাকেট হচ্ছে, বিভিন্ন আইটেমের সমন্বয়ে।
সকাল থেকে টানা কাজ করে যাচ্ছেন—এমন একজন হলেন ইউল্যাবের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তারান্নুম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সকাল থেকে কাজ করছি। মানুষের জন্য কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি এ কাজ এনজয় করছি। আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, কাজ করছি। মানুষও আমাদের পাশে দাঁড়াচ্ছে। বিভিন্নজন আমাদের খাবার সরবরাহ করছে। এক নতুন বাংলাদেশ, আমার খুব ভালো লাগছে।’
ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জাহেদুর রহমান ওয়াসিক বলেন, ‘কাজ করে খুব ভালো লাগছে। সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত। তারপরও কেমন যেন একটা প্রশান্তি কাজ করছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং মিডিয়া ও কমিউনিকেশন উইংয়ের সমন্বয়ক রেজওয়ান আহম্মেদ রিফাত বলেন, ‘২৪ আগস্ট টিএসসি এবং ডাকসু ক্যাফেটেরিয়া থেকে ১৯টি বড় ট্রাক বোঝায় করে সড়কপথে এবং বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় আকাশপথে ২০ হাজারের বেশি রিলিফ প্যাকেজ পাঠানো হয়েছে। আমরা সকল কিছুর হিসাব রাখছি।’
সার্বিক বিষয়ে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদ আমাদের বিভক্ত করেছিল, কিন্তু সংকট আমাদের একত্রিত করেছে। জনগণ যে ত্রাণ দিয়েছেন, তা আমাদের কাছে একটি আমানত। আমরা তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিচ্ছি ও দেব। টিএসসিতে গণত্রাণ কর্মসূচি থেকে গত তিন দিন এবং আজকে (২৫ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত মোট নগদ সংগ্রহ ৪ কোটি ৩৯ লাখ ১ হাজার ৬৯০ টাকা। শুধু আজ (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিএসসি থেকে নগদ অর্থ সংগ্রহ সব মিলিয়ে ৮৩ লাখ ৯০ হাজার টাকা।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ভারতে পালাতে সাহায্যকারী সঞ্জয় চিসিম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন...
২৩ মিনিট আগে
ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৩৭ মিনিট আগে