সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম সুমনা আক্তার (২৮)। এ ঘটনায় চার শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা সবাই জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাসিন্দা।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সীমন্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রলারে করে নদীতে বেড়াতে এসেছিলেন তাঁরা। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারটিতে নারী ও শিশুসহ ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে গতকাল জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ অভিযান পরিচালনা করছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন মারোয়া (৮), সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২) এবং উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ ছাড়া জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম সুমনা আক্তার (২৮)। এ ঘটনায় চার শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা সবাই জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাসিন্দা।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সীমন্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রলারে করে নদীতে বেড়াতে এসেছিলেন তাঁরা। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারটিতে নারী ও শিশুসহ ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে গতকাল জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ অভিযান পরিচালনা করছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন মারোয়া (৮), সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২) এবং উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ ছাড়া জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৩ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৬ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে