নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের ফটকে তালা দিয়ে চলছে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। ইশরাক হোসেনের শপথ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে ৩৬ দিন ধরে আন্দোলন করছেন ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অবরুদ্ধ নগর ভবনে চলছে না কোনো ধরনের দাপ্তরিক কাজ কিংবা নাগরিক সেবা।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে বিগত কয়েক দিনের মতো বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দলে দলে নগর ভবনের সামনে জড়ো হন নেতা-কর্মীরা। এরপর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। ঢাকাবাসী, ডিএসসিসির কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ব্যানারে চলছে এই আন্দোলন।
আন্দোলনকারীদের প্রধান দাবি, আদালতের রায় বাস্তবায়ন করে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। একই সঙ্গে মিথ্যাচার করার অভিযোগ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তাঁরা।
তাঁরা বলেন, ‘নগরবাসীর ভোটে নির্বাচিত মেয়রের শপথ নিয়ে সরকার ষড়যন্ত্র করছে, বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ এই শপথ আটকে রেখেছেন। আন্দোলন নিয়ে মিথ্যাচার করছেন, আমরা তাঁর পদত্যাগ চাই।’
আজও সেবা নিতে এসে ফিরে যেতে হয় অনেক সেবাপ্রার্থীকে। তাঁরা জানান, ইশরাক হোসেন বলেছেন সব ধরনের সনদ, ট্রেড লাইসেন্সসহ যাবতীয় জরুরি সেবা চালু করা হবে—এই খবর দেখে আশা নিয়ে এসেছেন হয়তো সেবা পাবেন। কিন্তু ফটকে তালা দেখে ফিরে যেতে হয় খালি হাতে।
জন্মনিবন্ধন সংশোধনের জন্য চকবাজার থেকে এসেছেন তাহমিদ ইশরাক নামের এক তরুণ। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জন্মসনদ জমা দিতে হবে। তবে তাঁর জন্মসনদে কিছু ভুল থাকায় তা সংশোধন করা প্রয়োজন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়ে গেছে। ভুল জন্মনিবন্ধন জমা দিলে সার্টিফিকেটও ভুল আসবে, এ জন্য সংশোধন করতে চাচ্ছি। খবরে দেখলাম, ইশরাক বলেছেন জরুরি সেবা দেওয়া হবে, দেখেই এসেছি। কিন্তু অফিস তো এখনো বন্ধ।’
আজসহ এ নিয়ে ৩৬ দিন ধরে বন্ধ রয়েছে ডিএসসিসির কার্যক্রম। ইশরাককে দক্ষিণ সিটির প্রশাসক নিয়োগ দেওয়া যায় কি না—স্থানীয় সরকার বিভাগে এমন আলোচনা শুরু হয়েছে। আলোচনায় ফলপ্রসূ সিদ্ধান্ত এলে অচলায়তন কাটবে, নাগরিক ভোগান্তি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

দুই দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের ফটকে তালা দিয়ে চলছে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। ইশরাক হোসেনের শপথ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে ৩৬ দিন ধরে আন্দোলন করছেন ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অবরুদ্ধ নগর ভবনে চলছে না কোনো ধরনের দাপ্তরিক কাজ কিংবা নাগরিক সেবা।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে বিগত কয়েক দিনের মতো বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দলে দলে নগর ভবনের সামনে জড়ো হন নেতা-কর্মীরা। এরপর অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। ঢাকাবাসী, ডিএসসিসির কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ব্যানারে চলছে এই আন্দোলন।
আন্দোলনকারীদের প্রধান দাবি, আদালতের রায় বাস্তবায়ন করে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। একই সঙ্গে মিথ্যাচার করার অভিযোগ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তাঁরা।
তাঁরা বলেন, ‘নগরবাসীর ভোটে নির্বাচিত মেয়রের শপথ নিয়ে সরকার ষড়যন্ত্র করছে, বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ এই শপথ আটকে রেখেছেন। আন্দোলন নিয়ে মিথ্যাচার করছেন, আমরা তাঁর পদত্যাগ চাই।’
আজও সেবা নিতে এসে ফিরে যেতে হয় অনেক সেবাপ্রার্থীকে। তাঁরা জানান, ইশরাক হোসেন বলেছেন সব ধরনের সনদ, ট্রেড লাইসেন্সসহ যাবতীয় জরুরি সেবা চালু করা হবে—এই খবর দেখে আশা নিয়ে এসেছেন হয়তো সেবা পাবেন। কিন্তু ফটকে তালা দেখে ফিরে যেতে হয় খালি হাতে।
জন্মনিবন্ধন সংশোধনের জন্য চকবাজার থেকে এসেছেন তাহমিদ ইশরাক নামের এক তরুণ। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য জন্মসনদ জমা দিতে হবে। তবে তাঁর জন্মসনদে কিছু ভুল থাকায় তা সংশোধন করা প্রয়োজন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়ে গেছে। ভুল জন্মনিবন্ধন জমা দিলে সার্টিফিকেটও ভুল আসবে, এ জন্য সংশোধন করতে চাচ্ছি। খবরে দেখলাম, ইশরাক বলেছেন জরুরি সেবা দেওয়া হবে, দেখেই এসেছি। কিন্তু অফিস তো এখনো বন্ধ।’
আজসহ এ নিয়ে ৩৬ দিন ধরে বন্ধ রয়েছে ডিএসসিসির কার্যক্রম। ইশরাককে দক্ষিণ সিটির প্রশাসক নিয়োগ দেওয়া যায় কি না—স্থানীয় সরকার বিভাগে এমন আলোচনা শুরু হয়েছে। আলোচনায় ফলপ্রসূ সিদ্ধান্ত এলে অচলায়তন কাটবে, নাগরিক ভোগান্তি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে