টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ অনুসারীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার টঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা এ ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর টঙ্গীর বিশ্ব ইজতেমা মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাদ অনুসারীরা।
সংবাদ সম্মেলন সাদ অনুসারী মুরব্বি রেজা আরিফ বলেন, ‘আমাদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, আমাদের জোড় ইজতেমা করতে লিখিত অনুমতি দেওয়া হবে। মাওলানা জুবায়ের অনুসারীরা ইতিমধ্যে জোড় ইজতেমা শেষ করেছেন। যেহেতু আমাদের জোড় ইজতেমা সন্নিকটে তাই ময়দানে কিছু সংস্কার কাজ করতে হয়।
আমাদের একটি প্রতিনিধিদল ময়দানে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ময়দানে প্রবেশ না করতে বলা হয়। আমরা আজ (বৃহস্পতিবার) ময়দানে প্রবেশ করতে যাইনি।’
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী এই ময়দানটি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কথা। বিগত বছরগুলোতেও তাবলিগের কাজ শেষে মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা ময়দানটি দখলে রেখেছিলেন। এবারও দখল করে রেখেছেন।’
রেজা আরিফ বলেন, ‘আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (অপরাধ দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেলা সাড়ে ৩টার দিকে প্রাইভেট কারে চেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা দিয়ে ময়দানের পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা মসজিদে রওনা দিই।

এ সময় আগে থেকে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া কয়েক শ মাওলানা জুবায়ের অনুসারীরা আমাদের প্রাইভেট কারের গতিরোধ করে এবং ভাঙচুর চালায়। এ সময় আমিসহ আরও চারজন মুরব্বি আহত হন। তা*রা হলেন বশির শিকদার, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আতাউর রহমান ও হাজি মনির।’

তিনি আরও বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আজ আমাদের ওপর হামলার মতো কোনো যৌক্তিক কারণ নেই। আমরা ময়দানে যাইনি। তবে ময়দানের পাশের সড়ক ব্যবহার করে আমাদের গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা চাই তারা বদলে যাক, তবলিগের লোকজনের এমন আচরণ কাম্য নয়।
আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। সরকারের পক্ষ থেকে আমাদের জোড় ইজতেমা করতে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা জোড় ইজতেমা করব। আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খল নই। আজকের হামলার ঘটনায় আয়োজক কমিটির অন্য মুরব্বিদের সঙ্গে আলোচনা করে আইনত ব্যবস্থা নেব।’

গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ অনুসারীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার টঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা এ ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর টঙ্গীর বিশ্ব ইজতেমা মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাদ অনুসারীরা।
সংবাদ সম্মেলন সাদ অনুসারী মুরব্বি রেজা আরিফ বলেন, ‘আমাদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, আমাদের জোড় ইজতেমা করতে লিখিত অনুমতি দেওয়া হবে। মাওলানা জুবায়ের অনুসারীরা ইতিমধ্যে জোড় ইজতেমা শেষ করেছেন। যেহেতু আমাদের জোড় ইজতেমা সন্নিকটে তাই ময়দানে কিছু সংস্কার কাজ করতে হয়।
আমাদের একটি প্রতিনিধিদল ময়দানে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ময়দানে প্রবেশ না করতে বলা হয়। আমরা আজ (বৃহস্পতিবার) ময়দানে প্রবেশ করতে যাইনি।’
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী এই ময়দানটি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কথা। বিগত বছরগুলোতেও তাবলিগের কাজ শেষে মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা ময়দানটি দখলে রেখেছিলেন। এবারও দখল করে রেখেছেন।’
রেজা আরিফ বলেন, ‘আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (অপরাধ দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেলা সাড়ে ৩টার দিকে প্রাইভেট কারে চেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা দিয়ে ময়দানের পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা মসজিদে রওনা দিই।

এ সময় আগে থেকে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া কয়েক শ মাওলানা জুবায়ের অনুসারীরা আমাদের প্রাইভেট কারের গতিরোধ করে এবং ভাঙচুর চালায়। এ সময় আমিসহ আরও চারজন মুরব্বি আহত হন। তা*রা হলেন বশির শিকদার, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আতাউর রহমান ও হাজি মনির।’

তিনি আরও বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আজ আমাদের ওপর হামলার মতো কোনো যৌক্তিক কারণ নেই। আমরা ময়দানে যাইনি। তবে ময়দানের পাশের সড়ক ব্যবহার করে আমাদের গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা চাই তারা বদলে যাক, তবলিগের লোকজনের এমন আচরণ কাম্য নয়।
আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। সরকারের পক্ষ থেকে আমাদের জোড় ইজতেমা করতে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা জোড় ইজতেমা করব। আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খল নই। আজকের হামলার ঘটনায় আয়োজক কমিটির অন্য মুরব্বিদের সঙ্গে আলোচনা করে আইনত ব্যবস্থা নেব।’

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে