সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আসমা আক্তার কনার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়।
বিচারক এ এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজ শুক্রবার বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে এই মামলা হয়েছে।’
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুন ফেসবুক লাইভে এসে আসমা আক্তার রুনা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তথা বাদীর সম্পর্কে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সেখানে তিনি বাদীকে অকথ্য ভাষায় পরিবার নিয়ে গালাগালি করেন। এছাড়া তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন রকমের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে হেয় প্রতিপন্ন করেন।
বাদী মামলার আরজিতে বলেন, এসব মন্তব্য তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছে এবং রাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভাব মূর্তি ক্ষুণ্ন করেছে।
ফেসবুক লাইভে এসে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আসমা আক্তার কনার দেওয়া বক্তব্য ভাইরাল হয়।
সেখানে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাঁচা মরিচের পোলা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের অবিলম্বে পদত্যাগ চাই। হুমায়ুন কবির টাকা ছাড়া কমিটি করে না। যারে তারে কমিটিতে পদ দিতে চায়। পদ বাণিজ্য করার কারণে, অনেককে মিথ্যা আশ্বাস দেওয়ার কারণে, টাকা নেওয়ার কারণে অবিলম্বে তার পদত্যাগ চাই।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে