নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের আগের দিনটি অন্য রকম ব্যস্ততার মধ্য দিয়ে কাটালেন প্রার্থীরা। প্রচারে না বেরিয়েও সাত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সচেষ্ট ছিলেন। যদিও এবারের নাসিক নির্বাচনে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি থেকে অব্যাহতি পাওয়া হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই দুই প্রার্থী প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শেষে সন্ধ্যার পর নেতা-কর্মী ও মিডিয়ার সঙ্গে আলাপ করতে বিশ্রামে সময় পেয়েছেন খুবই কম। তবে গতকাল শনিবার অনেকটা নীরবেই দেওভোগ এলাকার নিজ বাসভবনেই কাটিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। সারা দিনে গণমাধ্যম কর্মীরা তাঁর সঙ্গে কথা বলতে একাধিকবার কথা বলার চেষ্টা করেও পারেননি। অনেককেই ফিরতে হয় বাসার সামনে থেকে।
আজ রোববার সকালে আইভী বাড়ির পাশের শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। পরে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন। এদিকে ভোটের আগের দিন বাসায় ছিলেন তৈমূর আলম খন্দকার। তিনি এ দিন সংবাদ সম্মেলন করেন। সেখানে সুষ্ঠু ভোটের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চালুর আবেদন করেন। তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ নয়, বরং প্রশাসনকেই ঝুঁকিপূর্ণ মনে করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের আটক করছে।’ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩০ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৫ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে