টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে একটি মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নবজাতকের লাশ পাওয়া গেছে। একটি কার্টনে রাখা ওই লাশের সঙ্গে ছিল একটি চিরকুট। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই নবজাতকের লাশ পাওয়া যায়।
কার্টনে নবজাতকের লাশের সঙ্গে থাকা চিরকুটে লেখা, ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ কার্টনে ১ হাজার টাকাও পাওয়া গেছে।
টাঙ্গাইলের এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। রাইস কুকার কার্টনের ভেতর থেকে উদ্ধার করা নবজাতকের লাশ দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার লোকজন ভিড় করে।
সিঙ্গুরিয়া পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ‘সকালে মক্তব শেষে বাড়িতে কাজ করছিলাম। এ সময় খবর আসে, মসজিদের পাশে একটি রাইস কুকার ফেলে রাখা হয়েছে। রাইস কুকারের কার্টন দেখে কেউ কেউ ধারণা করছিল, ভেতরে অন্য কিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ কার্টনটি খুলতে সাহস পাচ্ছিল না।’
গোলাম মোস্তফা আরও বলেন, ‘এরপর মসজিদে গিয়ে দেখি, সামনের দরজার পাশে কার্টনটি রাখা। মসজিদ কমিটির লোকজনকে সঙ্গে নিয়ে কার্টনটি খুলে দেখি, ভেতরে একটি মৃত নবজাতক। সঙ্গে একটি চিরকুট। পরে খবর দিলে পুলিশ এসে মৃত নবজাতককে উদ্ধার করে।’
এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কার্টনসহ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইলে একটি মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নবজাতকের লাশ পাওয়া গেছে। একটি কার্টনে রাখা ওই লাশের সঙ্গে ছিল একটি চিরকুট। আজ মঙ্গলবার সকালে উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই নবজাতকের লাশ পাওয়া যায়।
কার্টনে নবজাতকের লাশের সঙ্গে থাকা চিরকুটে লেখা, ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ কার্টনে ১ হাজার টাকাও পাওয়া গেছে।
টাঙ্গাইলের এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। রাইস কুকার কার্টনের ভেতর থেকে উদ্ধার করা নবজাতকের লাশ দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার লোকজন ভিড় করে।
সিঙ্গুরিয়া পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ‘সকালে মক্তব শেষে বাড়িতে কাজ করছিলাম। এ সময় খবর আসে, মসজিদের পাশে একটি রাইস কুকার ফেলে রাখা হয়েছে। রাইস কুকারের কার্টন দেখে কেউ কেউ ধারণা করছিল, ভেতরে অন্য কিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ কার্টনটি খুলতে সাহস পাচ্ছিল না।’
গোলাম মোস্তফা আরও বলেন, ‘এরপর মসজিদে গিয়ে দেখি, সামনের দরজার পাশে কার্টনটি রাখা। মসজিদ কমিটির লোকজনকে সঙ্গে নিয়ে কার্টনটি খুলে দেখি, ভেতরে একটি মৃত নবজাতক। সঙ্গে একটি চিরকুট। পরে খবর দিলে পুলিশ এসে মৃত নবজাতককে উদ্ধার করে।’
এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কার্টনসহ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে