
৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেটে বাদ পড়া ২২৭ জন কর্মকর্তাকে ঈদের আগেই গেজেটভুক্ত করার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছেন গেজেট বঞ্চিতরা। পরে শাহবাগে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের থামিয়ে দিলে সেখান থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠান তাঁরা। বাকিরা তাঁদের ফেরার অপেক্ষায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ পদযাত্রা শুরু হয়। প্রতিনিধিরা
উপদেষ্টার কার্যালয়ে যাওয়া ৫ প্রতিনিধি হলেন— গণেশ চন্দ্র পাল, রিমা ইসলাম, রিফাত খান জ্যোতি, কৃষ্ণ বর্মণ এবং মিঠুন শাকিল। এ প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন বলে জানা গেছে।
শাহবাগে অবস্থান নেওয়া গেজেট বঞ্চিত কর্মকর্তা বিশাল আগরওয়ালা বলেন, ‘বছরের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমাদেরকে দু-তিন দিনের মধ্যে গেজেটভুক্ত করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তারপর আড়াই মাস চলে গেলেও কোনো ফলাফল পাইনি।’

বিশাল আরও বলেন, ‘এ বিষয়ে গতকাল (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে কথা বলে জানতে পারি- দুই মাস আগে আমাদের সামারি ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু গত দুই মাসে এর কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি আমাদেরকে খুবই হতাশ করেছে। এর ফলশ্রুতিতে আমাদের দাবি জানাতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আজকে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করি।’
নন গেজেটেড এ কর্মকর্তা বলেন, ‘আমরা প্রতিনিধিদের ফিরে আসার অপেক্ষায় আছি। আশা করছি- তারা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি উপস্থাপন করতে পারবেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত ফলপ্রসূ পদক্ষেপ নেবেন বলে আশা রাখি।’
এর আগে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করে গেজেট বঞ্চিত এ ক্যাডারেরা। পরে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমানের সঙ্গে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
উল্লেখ্য, গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে সুপারিশ প্রাপ্তদের নিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথমে ২৮ অক্টোবর পরে পিছিয়ে ১ জানুয়ারি যোগদান হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের আগে ৩০ ডিসেম্বর পুনরায় গেজেট প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত এ গেজেটে প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হওয়া ২২৭জন বাদ পড়েন।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে