নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোটরসাইকেল বন্ধ নয়, বরং সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে প্রশ্ন রাখেন। ব্র্যাক ও বিশ্বব্যাংকের আয়োজনে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশে মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের বিষয়ে এ সভা হয়।
সচিব বলেন, ‘কিছু লোক মোটরসাইকেল বন্ধ করতে চায়, কিন্তু এটা ঠিক না। মোটরসাইকেল এখন ক্রমবর্ধমান খাত। জিডিপিতে বড় অবদান রাখে। কাজেই মোটরসাইকেল বন্ধ নয় বরং সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিন সড়কে ৫ থেকে ১৫ জন মারা যায় দুর্ঘটনায়। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি কমাতে। ঢাকায় এটা নিশ্চিত করা গেছে যে প্রায় প্রত্যেক চালক হেলমেট ব্যবহার করেন। এখন বিআরটিএ থেকে বলা হয়েছে, লাইসেন্স না থাকলে মোটরসাইকেল কিনতে পারবে না। এখানে বিএসটিআই হেলমেটের মান নির্ধারণে কাজ করছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবছর পৃথিবীতে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয় এবং ২ থেকে ৫ কোটি মানুষ আহত হয়। আহতদের অনেকে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। পৃথিবীর মোট যানবাহনের প্রায় ৬০ ভাগ রয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, আর দুর্ঘটনার ৯৩ শতাংশই ঘটে এসব দেশে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াদের চারজনের একজনই পথচারী বা সাইকেল আরোহী।
জীবন রক্ষায় হেলমেট পরতে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব কার বলে প্রশ্ন রাখেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বর্তমানে বাজারে মানহীন হেলমেট রয়েছে, মানসম্মতও হেলমেট রয়েছে। কিন্তু এসব হেলমেট কত দিন ব্যবহার করা যাবে, কত দিন পর (লাইফটাইম) ব্যবহার করা যাবে না, তা নির্ধারণ করা প্রয়োজন। এ নিয়ে একটা নির্দেশনা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘সভায় দুটি বিষয় নিয়ে অনেকেই বলেছেন—আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি। আইন প্রয়োগের দিক থেকে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা করে যাচ্ছেন কিন্তু সচেতনতা বৃদ্ধির দায়িত্ব কার?’
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো আবদুস সাত্তার বলেন, ‘বাজারে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৩০-৩৫ হাজার টাকার মধ্যে মানসম্মত হেলমেট পাওয়া যায়। যে যার পছন্দ অনুযায়ী কিনতে পারেন। তবে এসব হেলমেটেরও একটা লাইফটাইম থাকা প্রয়োজন। কত দিন পর আর এই হেলমেট ব্যবহার করা যাবে না, তা নির্ধারণ করা দরকার। বাজারে মানহীন বহু হেলমেট রয়েছে, তাও খেয়াল রাখতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।
সপ্তমবারের মতো এবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ। এ বছর এই উদ্যাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ১৫ থেকে ২১ মে সময়কালের সপ্তাহটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে সচেতন করতে এই ক্যাম্পেইনে ব্যবহার করা হচ্ছে। হ্যাশট্যাগ রিথিঙ্ক মবিলিটি (#Rethink Mobility), হ্যাশট্যাগ স্ট্রিটস ফর লাইফ (#StreetsforLife), হ্যাশট্যাগ রোড সেফটি (#RoadSafety)।

মোটরসাইকেল বন্ধ নয়, বরং সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে প্রশ্ন রাখেন। ব্র্যাক ও বিশ্বব্যাংকের আয়োজনে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশে মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারের বিষয়ে এ সভা হয়।
সচিব বলেন, ‘কিছু লোক মোটরসাইকেল বন্ধ করতে চায়, কিন্তু এটা ঠিক না। মোটরসাইকেল এখন ক্রমবর্ধমান খাত। জিডিপিতে বড় অবদান রাখে। কাজেই মোটরসাইকেল বন্ধ নয় বরং সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিদিন সড়কে ৫ থেকে ১৫ জন মারা যায় দুর্ঘটনায়। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি কমাতে। ঢাকায় এটা নিশ্চিত করা গেছে যে প্রায় প্রত্যেক চালক হেলমেট ব্যবহার করেন। এখন বিআরটিএ থেকে বলা হয়েছে, লাইসেন্স না থাকলে মোটরসাইকেল কিনতে পারবে না। এখানে বিএসটিআই হেলমেটের মান নির্ধারণে কাজ করছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবছর পৃথিবীতে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয় এবং ২ থেকে ৫ কোটি মানুষ আহত হয়। আহতদের অনেকে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। পৃথিবীর মোট যানবাহনের প্রায় ৬০ ভাগ রয়েছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, আর দুর্ঘটনার ৯৩ শতাংশই ঘটে এসব দেশে। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়াদের চারজনের একজনই পথচারী বা সাইকেল আরোহী।
জীবন রক্ষায় হেলমেট পরতে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব কার বলে প্রশ্ন রাখেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বর্তমানে বাজারে মানহীন হেলমেট রয়েছে, মানসম্মতও হেলমেট রয়েছে। কিন্তু এসব হেলমেট কত দিন ব্যবহার করা যাবে, কত দিন পর (লাইফটাইম) ব্যবহার করা যাবে না, তা নির্ধারণ করা প্রয়োজন। এ নিয়ে একটা নির্দেশনা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘সভায় দুটি বিষয় নিয়ে অনেকেই বলেছেন—আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি। আইন প্রয়োগের দিক থেকে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা করে যাচ্ছেন কিন্তু সচেতনতা বৃদ্ধির দায়িত্ব কার?’
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো আবদুস সাত্তার বলেন, ‘বাজারে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৩০-৩৫ হাজার টাকার মধ্যে মানসম্মত হেলমেট পাওয়া যায়। যে যার পছন্দ অনুযায়ী কিনতে পারেন। তবে এসব হেলমেটেরও একটা লাইফটাইম থাকা প্রয়োজন। কত দিন পর আর এই হেলমেট ব্যবহার করা যাবে না, তা নির্ধারণ করা দরকার। বাজারে মানহীন বহু হেলমেট রয়েছে, তাও খেয়াল রাখতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।
সপ্তমবারের মতো এবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ। এ বছর এই উদ্যাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ১৫ থেকে ২১ মে সময়কালের সপ্তাহটিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে সচেতন করতে এই ক্যাম্পেইনে ব্যবহার করা হচ্ছে। হ্যাশট্যাগ রিথিঙ্ক মবিলিটি (#Rethink Mobility), হ্যাশট্যাগ স্ট্রিটস ফর লাইফ (#StreetsforLife), হ্যাশট্যাগ রোড সেফটি (#RoadSafety)।

গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
৩৫ মিনিট আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে