নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর ছোট বোনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সুমি (৩০)। তিনি একই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। এই দম্পতির এক মেয়ে (১২) ও এক ছেলে (৩) রয়েছে। আর আটক সোহানা (২৪) সুমির ছোট বোন।
আটক সোহানা পুলিশকে জানায়, ‘দুপুরে তাঁর বড় বোন বাসায় একা ছিলেন। বোনের মেয়ে ছিল স্কুলে। খাবার কিনে আনার জন্য বাইরে বেরিয়েছিলেন তিনি। এরপর বাসায় গিয়ে দেখেন অজ্ঞাতনামা এক যুবক তাঁর বোনকে মারধর করে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বোনের স্বামী শহিদুলকে খবর দেওয়া হয়।’
সোহানার এমন বক্তব্য পাওয়ায় তাঁকে আটক করে ফতুল্লা থানা-পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘সোহানা থানায় খবর দেন। তাঁর বক্তব্যে বেশকিছু অসংলগ্ন কথা পেয়েছি। বিশেষ করে অজ্ঞাতনামা যুবকের উপস্থিতির কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
নিহতের স্বামী কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুমির স্বামী শহিদুল ইসলাম এই বিষয়ে আমাদের কিছুই জানায়নি। তাছাড়া এখন পর্যন্ত এজাহার দায়ের হয়নি থানায়। এই বিষয়ে আমাদের তদন্তকাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে