প্রতিনিধি

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে পার্ক করে রাখা এন মল্লিক পরিবহনের ১০টি বাস পুড়ে গেছে। এসময় পার্শ্ববর্তী অন্তত ১০টি দোকানঘরও পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনায় আহত একজনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় নদীপাড়ের আবর্জনার স্তূপ পোড়ানোর জন্য কেউ আগুন দেয়। আগুন আস্তে আস্তে মুরসালিনের পেট্রোল, ডিজেলের দোকানসহ আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দ্রুতই ভয়াবহ আকার ধারণ করে।
প্রত্যক্ষদর্শী এন মল্লিক পরিবহনের শ্রমিক ফেরদৌস বলেন, আমি আগুন দেখে সাথে সাথেই লোকজন ডাকি এবং বাস সরানোর চেষ্টা করি। আমি তিনটা বাস আগুন থেকে রক্ষা করতে পেরেছি। বাকিগুলো সরানোর আগেই আগুন ধরে যায়।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, আমরা এমন ভয়াবহ আগুন আগে কখনো দেখিনি। আশেপাশের সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোর কোনো অস্তিত্ব নাই। দোকানের পেছনে ককশিট, পলিথিনের আবর্জনার স্তূপ মাঝেমধ্যেই আগুন দিয়ে পোড়ান হয়। আজও কেউ আগুন দিয়েছিল। সেই আগুনই ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন তিনি।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বাসস্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের ১০টি বাসসহ অন্তত ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দোহার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল হক বলেন, আমরা সকাল ১০টায় সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। আগুনের সূত্রপাত কীভাবে হলে তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার সার্কেল এএসপি মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন মনজু।
ক্ষতিগ্রস্ত এন মল্লিক পরিবহনের মালিক নার্গিস মল্লিকের সঙ্গে যোগাযোগের জন্য তার ফোন নম্বরে কল করা হলে তিনি জবাব দেননি।

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে পার্ক করে রাখা এন মল্লিক পরিবহনের ১০টি বাস পুড়ে গেছে। এসময় পার্শ্ববর্তী অন্তত ১০টি দোকানঘরও পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনায় আহত একজনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় নদীপাড়ের আবর্জনার স্তূপ পোড়ানোর জন্য কেউ আগুন দেয়। আগুন আস্তে আস্তে মুরসালিনের পেট্রোল, ডিজেলের দোকানসহ আশপাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দ্রুতই ভয়াবহ আকার ধারণ করে।
প্রত্যক্ষদর্শী এন মল্লিক পরিবহনের শ্রমিক ফেরদৌস বলেন, আমি আগুন দেখে সাথে সাথেই লোকজন ডাকি এবং বাস সরানোর চেষ্টা করি। আমি তিনটা বাস আগুন থেকে রক্ষা করতে পেরেছি। বাকিগুলো সরানোর আগেই আগুন ধরে যায়।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, আমরা এমন ভয়াবহ আগুন আগে কখনো দেখিনি। আশেপাশের সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোর কোনো অস্তিত্ব নাই। দোকানের পেছনে ককশিট, পলিথিনের আবর্জনার স্তূপ মাঝেমধ্যেই আগুন দিয়ে পোড়ান হয়। আজও কেউ আগুন দিয়েছিল। সেই আগুনই ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন তিনি।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বাসস্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের ১০টি বাসসহ অন্তত ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দোহার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল হক বলেন, আমরা সকাল ১০টায় সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। আগুনের সূত্রপাত কীভাবে হলে তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার সার্কেল এএসপি মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন মনজু।
ক্ষতিগ্রস্ত এন মল্লিক পরিবহনের মালিক নার্গিস মল্লিকের সঙ্গে যোগাযোগের জন্য তার ফোন নম্বরে কল করা হলে তিনি জবাব দেননি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে