
ফরিদপুরে একটি ভাড়া বাসা থেকে মিম আক্তার (১৮) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পর তাঁর স্বামী ওই বাসা থেকে পালিয়ে গেছেন। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
আজ শনিবার বেলা ২টার দিকে জেলা শহরের রঘুনন্দনপুরের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নারী শরীয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে। ছয় মাস আগে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের মিরাজ বিশ্বাস (২৫) নামের এক যুবক এবং ওই নারী স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।
বাড়িওয়ালা জলিল শেখের স্ত্রী নীরুন্নাহার বারী জানান, ছয় মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন দুজন। তাঁদের মধ্যে স্ত্রী মিম একটি বিউটিপারলারে কাজ করেন এবং স্বামী মিরাজ বিশ্বাস একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘মাঝে মধ্যে ঝগড়াঝাঁটি হতো বলে জানতাম। গতকাল রাতেও তাঁদের মাঝে ঝগড়া হয় বলে শুনেছি। আজ ভোরে আমাকে ডেকে গেটের তালা খুলে দিতে বলেন মিরাজ। কারণ জানতে চাইলে বলেন, তাঁর এক আত্মীয় মারা গেছে এবং সেখানে যাবে বলে জানান। পরে গেট খুলে দিলে সে চলে যান। পরে সকালে দুজন ছেলে এসে মিরাজের আত্মীয় পরিচয়ে আমাদের সঙ্গে নিয়ে ওই বাসায় যেতে চান। একপর্যায়ে আমরা গেলে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। তা দেখে ওই দুজন কৌশলে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।’
সরেজমিনে দেখা যায়, সাবলেট নিয়ে একটি কক্ষে থাকতেন ওই দুজন। তবে বাসায় কোনো আসবাবপত্র নেই। শুধু একটি সেলাই মেশিন দেখা যায়। রান্নাঘরে কোনো হাঁড়িপাতিল বা প্রয়োজনীয় কিছুই নেই। কক্ষটিতে যেখানে সেখানে একাধিক মাদকের বোতল এবং যৌন উত্তেজক ওষুধের বোতল ও নানা সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি ঘরের ভেতর কাপড় দিয়ে ঢাকা অবস্থায় এবং গলায় একটি আঘাত দেখা গেছে। এ ঘটনার পর তাঁর স্বামী পালিয়ে গেছেন। তাঁকে ধরতে পুলিশ কাজ করছে। এ ছাড়া নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে