উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর এলাকায় ১২ ঘণ্টায় ৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত বিমানবন্দর পার্কিং, গোলচত্বর ও কাওলা রেলগেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিমানবন্দরের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার গ্রেপ্তারের তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিমানবন্দর পার্কিং, গোলচত্বর ও কাওলা রেলগেট এলাকায় বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৯ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিমানবন্দরের ক্যাব কোর্টে পাঠানো হয়।’
ওসি তাসলিমা বলেন, ‘ক্যাব কোর্ট যাচাই বাছাই শেষে গ্রেপ্তার হওয়া ৯ ছিনতাইকারীদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
সাজাপ্রাপ্ত ছিনতাইকারীরা হলেন— লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মনির হোসেন (২৬), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার গজারিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. রাকিব (১৮), ঢাকার সাভারের পোড়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সাগর (২০), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাসাটি গ্রামের নেওয়াজ আলীর ছেলে রাশিদুল ইসলাম বাবু (২০), নীলফামারী সদর উপজেলার নীল সাগর গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে আল আমিন (২০), সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিয়াম হোসেন (২০), হবিগঞ্জের সদর উপজেলার বানিয়াচুর গ্রামের মৃত ফারুকের ছেলে মো. হৃদয় (১৮), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শ্রীবন্দর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মাসুম সরকার (২৪) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিগঞ্জ বাজার গ্রামের মিজান শিকদারের ছেলে তারেক মিয়া (২৫)।

রাজধানীর বিমানবন্দর এলাকায় ১২ ঘণ্টায় ৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত বিমানবন্দর পার্কিং, গোলচত্বর ও কাওলা রেলগেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিমানবন্দরের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার গ্রেপ্তারের তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিমানবন্দর পার্কিং, গোলচত্বর ও কাওলা রেলগেট এলাকায় বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৯ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিমানবন্দরের ক্যাব কোর্টে পাঠানো হয়।’
ওসি তাসলিমা বলেন, ‘ক্যাব কোর্ট যাচাই বাছাই শেষে গ্রেপ্তার হওয়া ৯ ছিনতাইকারীদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’
সাজাপ্রাপ্ত ছিনতাইকারীরা হলেন— লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মনির হোসেন (২৬), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার গজারিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. রাকিব (১৮), ঢাকার সাভারের পোড়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সাগর (২০), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাসাটি গ্রামের নেওয়াজ আলীর ছেলে রাশিদুল ইসলাম বাবু (২০), নীলফামারী সদর উপজেলার নীল সাগর গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে আল আমিন (২০), সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিয়াম হোসেন (২০), হবিগঞ্জের সদর উপজেলার বানিয়াচুর গ্রামের মৃত ফারুকের ছেলে মো. হৃদয় (১৮), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার শ্রীবন্দর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মাসুম সরকার (২৪) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিগঞ্জ বাজার গ্রামের মিজান শিকদারের ছেলে তারেক মিয়া (২৫)।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে