নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে স্ত্রী, কন্যা ও শাশুড়ির সামনে দুই সহদোরের ছুরিকাঘাত ও হাতুড়ির আঘাতে রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার দিলখুসাবাগে এ ঘটনা ঘটে।
রুবেল মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে পৌর এলাকার মজিদপুরে থাকতেন।
নিহতের স্ত্রী ইশা আক্তার বলেন, ‘আমার মেয়ে ও মাকে নিয়ে গতকাল শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে দিলখুসাবাগে একটি মুরগির দোকান থেকে মুরগি কিনছিলাম। এ সময় আমাদের পূর্বপরিচিত বাশার নামে এক যুবকসহ আরও একজন একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন। আমাকে দেখেই বাশার কথা আছে বলে তাঁর কাছে যেতে বলেন। আমি তাঁর কাছে যেতে না চাইলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। এ অবস্থায় মোবাইল ফোনে বিষয়টি আমার স্বামীকে জানাই। তিনি পাশের একটি মার্কেটে ছিলেন। আমি মোবাইল ফোনে বিষয়টি জানানোর পরপরই আমার স্বামী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তিনি বাশারের কাছে ঘটনা জানতে চান। ওই মুহূর্তে বাশারের ভাই ওবায়দুরও সেখানে পৌঁছান। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে বাশার ও ওবায়দুর মিলে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’
বাশার ও তাঁর ভাই ওবায়দুরের সঙ্গে আপনার স্বামী বা আপনার কোনো শত্রুতা ছিল কি না জানতে চাইলে ইশা বলেন, ‘আমার জানা নেই।’
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ‘গতকাল রাতে দিলখুসাবাগ এলাকায় রুবেল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঢাকার সাভারে স্ত্রী, কন্যা ও শাশুড়ির সামনে দুই সহদোরের ছুরিকাঘাত ও হাতুড়ির আঘাতে রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার দিলখুসাবাগে এ ঘটনা ঘটে।
রুবেল মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে পৌর এলাকার মজিদপুরে থাকতেন।
নিহতের স্ত্রী ইশা আক্তার বলেন, ‘আমার মেয়ে ও মাকে নিয়ে গতকাল শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে দিলখুসাবাগে একটি মুরগির দোকান থেকে মুরগি কিনছিলাম। এ সময় আমাদের পূর্বপরিচিত বাশার নামে এক যুবকসহ আরও একজন একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন। আমাকে দেখেই বাশার কথা আছে বলে তাঁর কাছে যেতে বলেন। আমি তাঁর কাছে যেতে না চাইলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। এ অবস্থায় মোবাইল ফোনে বিষয়টি আমার স্বামীকে জানাই। তিনি পাশের একটি মার্কেটে ছিলেন। আমি মোবাইল ফোনে বিষয়টি জানানোর পরপরই আমার স্বামী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তিনি বাশারের কাছে ঘটনা জানতে চান। ওই মুহূর্তে বাশারের ভাই ওবায়দুরও সেখানে পৌঁছান। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে বাশার ও ওবায়দুর মিলে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’
বাশার ও তাঁর ভাই ওবায়দুরের সঙ্গে আপনার স্বামী বা আপনার কোনো শত্রুতা ছিল কি না জানতে চাইলে ইশা বলেন, ‘আমার জানা নেই।’
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ‘গতকাল রাতে দিলখুসাবাগ এলাকায় রুবেল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১৫ মিনিট আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
২৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
৩১ মিনিট আগে
ভুক্তভোগী সোহান বলেন, ‘তিন বছরের ভিসায় কিরগিজস্তানে মাসিক ৫০ হাজার টাকা বেতনে টেক্সটাইল কারখানায় চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র দুই মাসের ভিসা। বিদেশে পৌঁছানোর পর কাগজপত্র নিয়ে আমাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়। বাধ্য হয়ে আরও টাকা দিলে রাস্তায় ছেড়ে দেয়। পরে দেশে ফিরে আসি।’
১ ঘণ্টা আগে