সাইফুল মাসুম, ঢাকা

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) বদলি ও পদায়ন নিয়ে তৈরি হওয়া অস্থিরতা থামছেই না। কখনো স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে পোস্টার সাঁটানো, কখনো হুমকিধমকি ও রাজনৈতিক মামলায় আসামি করে হয়রানি, আবার কখনো দখল করা হচ্ছে কর্মকর্তাদের কক্ষ।
সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে উত্তেজিত কিছু কর্মকর্তা খামারবাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন। মূলত ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলিকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দেয়। এ সময় বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এবং ডিএই হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল ইসলাম মুকুলের নেতৃত্বে একদল কর্মকর্তা প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) পদে নতুন নিয়োগ পাওয়া মো. মুরাদুল হাসানকে খামারবাড়ি ছাড়ার হুমকি দেন। মাহবুবুর রশীদের বদলি বাতিল না হলে তাঁরা খামারবাড়ি অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন।
অভিযোগ রয়েছে, গণ-অভ্যুত্থানের পর খামারবাড়ির বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রশীদ ও রেজাউল ইসলাম মুকুলের অনুসারীরা।
ডিএইর তথ্য অনুসারে, বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মো. মুরাদুল হাসানকে।
জানা যায়, বদলির প্রজ্ঞাপন জারির পরপরই মাহবুবুর রশীদের অনুসারীরা বিশৃঙ্খলা তৈরি করেন। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বের হতে বাধা দেওয়া হয়। এ সময় কয়েক কর্মকর্তা নতুন পদায়ন পাওয়া উপপরিচালক (প্রশাসন) মুরাদুল হাসানের কক্ষে গিয়ে তাঁকে হুমকি দেন।
জানতে চাইলে রেজাউল ইসলাম মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘এ সময় এসে এভাবে বদলি করা আমাদের জন্য প্রেস্টিজের (সম্মান) ব্যাপার। আমরা এখন খামারবাড়ি থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি জানাচ্ছি।’
এদিকে ডিএইর কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে নিয়োগ পাওয়া নতুন প্রকল্প পরিচালক (পিডি) কৃষি প্রকৌশলী মঞ্জুর-উল-আলম দায়িত্ব নিয়ে দুই ডিপিডিসহ পাঁচ কর্মকর্তাকে অফিস ছাড়া করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি মঞ্জুর-উল-আলম দায়িত্ব নেওয়ার পর তাঁর নির্দেশে প্রকল্পের উপপ্রকল্প পরিচালক শফিকুল ইসলাম শেখ, উপপ্রকল্প পরিচালক আলতাফুন নাহার, সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মুহাম্মদ কুরবান আলী, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার আফছার আহমেদ রাজিন ও মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার জুলফিকার আলী ভুট্টোর কক্ষের নামফলক খুলে ফেলা হয়। কর্মকর্তাদের কাছ থেকে তাঁদের কক্ষের চাবি নিয়ে অফিস ত্যাগ করার নির্দেশ দেন প্রকল্প পরিচালক। পাঁচ কর্মকর্তাকে অফিসকক্ষ থেকে বের করে দেওয়ার পর দুই উপপ্রকল্প পরিচালকের কক্ষে নতুন দুজনকে বসানো হয়েছে।
উপপ্রকল্প পরিচালক শফিকুল ইসলাম শেখ আজকের পত্রিকা’কে বলেন, ‘আমার কক্ষ পিডির অনুসারী হিসেবে পরিচিত ইখলাস আশ্রাফ নামে একজন দখল করে রেখেছে। নতুন কোথাও বদলির আদেশ না হওয়ায় এখন খামারবাড়ি থেকে একবার ঘুরে আসা ছাড়া কোনো কাজ নেই।’
এসব বিষয়ে জানতে প্রকল্প পরিচালক মঞ্জুর-উল-আলমকে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
সার্বিক বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ছাইফুল আলম বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি। খামারবাড়িতে কাউকে অস্থিরতা করতে দেব না।’
বদলি ও পদায়ন নিয়ে উত্তেজনার বিষয়ে ছাইফুল আলম বলেন, ‘যাকে (মাহবুবুর রশীদ) বদলি করা হয়েছে, তার অনুসারী কিছু কর্মকর্তা এ কাজ করেছে। যাকে (মুরাদুল হাসান) পদায়ন করা হয়েছে, তিনিও যোগদান করেছেন। রোববারে দায়িত্ব বুঝে নেবেন।’
কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে অস্থিরতা নিয়ে মহাপরিচালক বলেন, ‘বিষয়টি আমরাও জেনেছি। যান্ত্রিকীকরণ প্রকল্পের পিডির কাছে ব্যাখ্যা চেয়েছি। যতক্ষণ পর্যন্ত বদলি অর্ডার হবে না, ততক্ষণ পর্যন্ত প্রকল্পের উপপরিচালক ও অন্য কর্মকর্তারা নিজেদের জায়গায় থাকবে। কর্মকর্তাদের তিনি (পিডি) অফিস ছাড়া করতে পারেন না।’
আরও খবর পড়ুন:

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) বদলি ও পদায়ন নিয়ে তৈরি হওয়া অস্থিরতা থামছেই না। কখনো স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে পোস্টার সাঁটানো, কখনো হুমকিধমকি ও রাজনৈতিক মামলায় আসামি করে হয়রানি, আবার কখনো দখল করা হচ্ছে কর্মকর্তাদের কক্ষ।
সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে উত্তেজিত কিছু কর্মকর্তা খামারবাড়ির গেটে তালা ঝুলিয়ে দেন। মূলত ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) ড. মুহাম্মদ মাহবুবুর রশীদের বদলিকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দেয়। এ সময় বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এবং ডিএই হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল ইসলাম মুকুলের নেতৃত্বে একদল কর্মকর্তা প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক (প্রশাসন) পদে নতুন নিয়োগ পাওয়া মো. মুরাদুল হাসানকে খামারবাড়ি ছাড়ার হুমকি দেন। মাহবুবুর রশীদের বদলি বাতিল না হলে তাঁরা খামারবাড়ি অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন।
অভিযোগ রয়েছে, গণ-অভ্যুত্থানের পর খামারবাড়ির বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রশীদ ও রেজাউল ইসলাম মুকুলের অনুসারীরা।
ডিএইর তথ্য অনুসারে, বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মো. মুরাদুল হাসানকে।
জানা যায়, বদলির প্রজ্ঞাপন জারির পরপরই মাহবুবুর রশীদের অনুসারীরা বিশৃঙ্খলা তৈরি করেন। মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বের হতে বাধা দেওয়া হয়। এ সময় কয়েক কর্মকর্তা নতুন পদায়ন পাওয়া উপপরিচালক (প্রশাসন) মুরাদুল হাসানের কক্ষে গিয়ে তাঁকে হুমকি দেন।
জানতে চাইলে রেজাউল ইসলাম মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘এ সময় এসে এভাবে বদলি করা আমাদের জন্য প্রেস্টিজের (সম্মান) ব্যাপার। আমরা এখন খামারবাড়ি থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবি জানাচ্ছি।’
এদিকে ডিএইর কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে নিয়োগ পাওয়া নতুন প্রকল্প পরিচালক (পিডি) কৃষি প্রকৌশলী মঞ্জুর-উল-আলম দায়িত্ব নিয়ে দুই ডিপিডিসহ পাঁচ কর্মকর্তাকে অফিস ছাড়া করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি মঞ্জুর-উল-আলম দায়িত্ব নেওয়ার পর তাঁর নির্দেশে প্রকল্পের উপপ্রকল্প পরিচালক শফিকুল ইসলাম শেখ, উপপ্রকল্প পরিচালক আলতাফুন নাহার, সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মুহাম্মদ কুরবান আলী, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার আফছার আহমেদ রাজিন ও মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার জুলফিকার আলী ভুট্টোর কক্ষের নামফলক খুলে ফেলা হয়। কর্মকর্তাদের কাছ থেকে তাঁদের কক্ষের চাবি নিয়ে অফিস ত্যাগ করার নির্দেশ দেন প্রকল্প পরিচালক। পাঁচ কর্মকর্তাকে অফিসকক্ষ থেকে বের করে দেওয়ার পর দুই উপপ্রকল্প পরিচালকের কক্ষে নতুন দুজনকে বসানো হয়েছে।
উপপ্রকল্প পরিচালক শফিকুল ইসলাম শেখ আজকের পত্রিকা’কে বলেন, ‘আমার কক্ষ পিডির অনুসারী হিসেবে পরিচিত ইখলাস আশ্রাফ নামে একজন দখল করে রেখেছে। নতুন কোথাও বদলির আদেশ না হওয়ায় এখন খামারবাড়ি থেকে একবার ঘুরে আসা ছাড়া কোনো কাজ নেই।’
এসব বিষয়ে জানতে প্রকল্প পরিচালক মঞ্জুর-উল-আলমকে একাধিকবার কল ও খুদেবার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
সার্বিক বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ছাইফুল আলম বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি। খামারবাড়িতে কাউকে অস্থিরতা করতে দেব না।’
বদলি ও পদায়ন নিয়ে উত্তেজনার বিষয়ে ছাইফুল আলম বলেন, ‘যাকে (মাহবুবুর রশীদ) বদলি করা হয়েছে, তার অনুসারী কিছু কর্মকর্তা এ কাজ করেছে। যাকে (মুরাদুল হাসান) পদায়ন করা হয়েছে, তিনিও যোগদান করেছেন। রোববারে দায়িত্ব বুঝে নেবেন।’
কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে অস্থিরতা নিয়ে মহাপরিচালক বলেন, ‘বিষয়টি আমরাও জেনেছি। যান্ত্রিকীকরণ প্রকল্পের পিডির কাছে ব্যাখ্যা চেয়েছি। যতক্ষণ পর্যন্ত বদলি অর্ডার হবে না, ততক্ষণ পর্যন্ত প্রকল্পের উপপরিচালক ও অন্য কর্মকর্তারা নিজেদের জায়গায় থাকবে। কর্মকর্তাদের তিনি (পিডি) অফিস ছাড়া করতে পারেন না।’
আরও খবর পড়ুন:

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে