শরীয়তপুর প্রতিনিধি

ঈদের দ্বিতীয় দিন রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলাসহ বিভিন্ন অপরাধে ২৩ মোটরসাইকেল চালকের (বাইকার) বিরুদ্ধে মামলা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এসব মামলায় চালকদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের এডিশনাল ডিরেক্টর মো. আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ২৩টি প্রসিকিউশন মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়ম ভঙ্গের (লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদি) জন্য ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, নিয়ম ভঙ্গের দায়ে ২২ মোটরসাইকেলের চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আমিরুল হায়দার চৌধুরী বলেন, জাজিরা প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় রোববার বিকেলে তিনটি লেন চালু করা হয়। এর পর থেকে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ধীরে ধীরে কমতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দুটি লেন চালু রাখা হয়। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ৩০৩টি মোটরসাইকেল জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে।
রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পেতে থাকে। বেশির ভাগই এসেছেন আনন্দ ভ্রমণে। একসঙ্গে একাধিক মোটরসাইকেল নিয়েও বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছেন অনেকে। দীর্ঘদিন পরে পদ্মা সেতু পার হতে পেরে অনেককে আনন্দ-উল্লাস করতেও দেখা গেছে।

ঈদের দ্বিতীয় দিন রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও সেতুতে দাঁড়িয়ে সেলফি তোলাসহ বিভিন্ন অপরাধে ২৩ মোটরসাইকেল চালকের (বাইকার) বিরুদ্ধে মামলা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। এসব মামলায় চালকদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের এডিশনাল ডিরেক্টর মো. আমিরুল হায়দার চৌধুরী। তিনি বলেন, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ২৩টি প্রসিকিউশন মামলা হয়েছে। সড়ক পরিবহন আইনে মহাসড়কের জন্য আরোপিত বিভিন্ন নিয়ম ভঙ্গের (লেন পরিবর্তন, অবৈধ স্থানে পার্কিং ও দাঁড়িয়ে সেলফি তোলা ইত্যাদি) জন্য ৭১ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, নিয়ম ভঙ্গের দায়ে ২২ মোটরসাইকেলের চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আমিরুল হায়দার চৌধুরী বলেন, জাজিরা প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ায় রোববার বিকেলে তিনটি লেন চালু করা হয়। এর পর থেকে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ধীরে ধীরে কমতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দুটি লেন চালু রাখা হয়। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৭ হাজার ৩০৩টি মোটরসাইকেল জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে।
রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পেতে থাকে। বেশির ভাগই এসেছেন আনন্দ ভ্রমণে। একসঙ্গে একাধিক মোটরসাইকেল নিয়েও বন্ধুবান্ধব মিলে ঘুরতে এসেছেন অনেকে। দীর্ঘদিন পরে পদ্মা সেতু পার হতে পেরে অনেককে আনন্দ-উল্লাস করতেও দেখা গেছে।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৪ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩২ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে