নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪২ জন চালককে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার পৃথক তিন মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিকেলে ৪২ জন ব্যাটারিচালিত রিকশাচালককে আদালতে হাজির করে মিরপুর, পল্লবী ও কাফরুল থানা-পুলিশ। মিরপুর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম, পল্লবী থানার মামলায় মো. শাকিল আহাম্মদ এবং কাফরুল থানার মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন কার্যালয়ের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর থানার মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন অনিক, মো. আবু বক্কর, মো. আলী হোসেন, মো. সাগর মৃধা, মো. সাহর শেখ, মো. বকুল হোসেন, মো. নুরুল ইসলাম, মো. মাজেদ আলী, মো. মোতাহার হোসেন, মো. দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, মো. সাহাবুদ্দিন, রুহুল আমিন, মো. জুনায়েদ ও মো. জাকির হোসেন।
পল্লবী থানার মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন রানা চৌধুরী, রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, জালাল শরীফ, মো. আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, মো. শাহাজাহান মিয়া, মো. রাসেল, মো. ওয়াজিব, আনোয়ার হোসেন, মো. আতাউর রহমান, মো. সুমন, নূর মোহাম্মদ ও শরিফ।
কাফরুল থানায় গ্রেপ্তার যাদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ফকরুল ইসলাম, কামাল মিয়া, আল আমিন মিয়া, সুপ্ত রায়, ওসমান গণি, শাকিল হোসেন, আব্দুল হামিদ, আজিজুল হক, আমির, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম ও রাসেল।
গতকাল রোববার আগারগাঁও, মিরপুর-১, ১০ ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ রিকশাচালকেরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন যানবাহনে ভাঙচুর করেন। পুলিশ বক্সেও হামলা করেন।
এ ঘটনায় মিরপুর, পল্লবী ও কাফরুল থানায় তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। মামলায় ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের আন্দোলন চলাকালে যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪২ জন চালককে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার পৃথক তিন মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বিকেলে ৪২ জন ব্যাটারিচালিত রিকশাচালককে আদালতে হাজির করে মিরপুর, পল্লবী ও কাফরুল থানা-পুলিশ। মিরপুর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম, পল্লবী থানার মামলায় মো. শাকিল আহাম্মদ এবং কাফরুল থানার মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন কার্যালয়ের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর থানার মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন অনিক, মো. আবু বক্কর, মো. আলী হোসেন, মো. সাগর মৃধা, মো. সাহর শেখ, মো. বকুল হোসেন, মো. নুরুল ইসলাম, মো. মাজেদ আলী, মো. মোতাহার হোসেন, মো. দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, মো. সাহাবুদ্দিন, রুহুল আমিন, মো. জুনায়েদ ও মো. জাকির হোসেন।
পল্লবী থানার মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন রানা চৌধুরী, রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, জালাল শরীফ, মো. আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, মো. শাহাজাহান মিয়া, মো. রাসেল, মো. ওয়াজিব, আনোয়ার হোসেন, মো. আতাউর রহমান, মো. সুমন, নূর মোহাম্মদ ও শরিফ।
কাফরুল থানায় গ্রেপ্তার যাদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ফকরুল ইসলাম, কামাল মিয়া, আল আমিন মিয়া, সুপ্ত রায়, ওসমান গণি, শাকিল হোসেন, আব্দুল হামিদ, আজিজুল হক, আমির, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম ও রাসেল।
গতকাল রোববার আগারগাঁও, মিরপুর-১, ১০ ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ রিকশাচালকেরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন যানবাহনে ভাঙচুর করেন। পুলিশ বক্সেও হামলা করেন।
এ ঘটনায় মিরপুর, পল্লবী ও কাফরুল থানায় তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। মামলায় ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের আন্দোলন চলাকালে যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১২ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
৩৬ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে