সাভার (ঢাকা) প্রতিনিধি

বিএনপির ঢাকার বিভাগীয় গণসমাবেশের আগের দিন রাজধানীর অন্যতম প্রবেশমুখ সাভারের সড়কের বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকালের তুলনায় চেকপোস্টের সংখ্যা বেড়েছে; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১টায় সাভারের সড়কগুলো ঘুরে দেখা যায়, পয়েন্টে পয়েন্টে রয়েছে অতিরিক্ত পুলিশ। তবে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সমাবেশস্থল ঘিরে রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ছাড়া এই সড়কের হেমায়েতপুর, সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভারের আমিনবাজার ও বিরুলিয়ায় গত বুধবার থেকেই দুটি চেকপোস্ট রয়েছে।
আশুলিয়ায়ও বুধবার থেকে কবিরপুর ও আশুলিয়া বাসস্ট্যান্ডে দুটি চেকপোস্ট থাকলেও শুক্রবার বেড়েছে চেকপোস্টের সংখ্যা। শুক্রবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর, বাইপাইল, নবীনগর বাসস্ট্যান্ডে যোগ হয়েছে তিনটি চেকপোস্ট।
বাইপাইল চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই আল মামুন কবির বলেন, ‘আমরা সকাল থেকে দায়িত্ব পালন করছি। জনগণের নিরাপত্তার সার্থে আমরা কাজ করছি। কাউকে হয়রানি করা হচ্ছে না।’
বাইপাইল স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী কামরুজ্জামান বলেন, ‘রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। বাইপাইল থেকে সাভার যাব সেই গাড়ি পেতেই কষ্ট হচ্ছে। ঢাকায় কীভাবে যাব জানা নেই। রাস্তায় গাড়ি যা আছে তার মধ্যে ট্রাকই বেশি।’
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, ‘সাভারের আশুলিয়ায় অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল রেডিও কলোনিতে আওয়ামী লীগের সমাবেশ, সেখানে বাড়তি নিরাপত্তার জন্য আছে পুলিশ।’
এই পুলিশ সুপার আরও বলেন, ‘মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের সম্মেলন ও ১৬ ডিসেম্বরকে ঘিরে জঙ্গি তৎপরতার আশঙ্কায় আমাদের এই কার্যক্রম চলছে।’

বিএনপির ঢাকার বিভাগীয় গণসমাবেশের আগের দিন রাজধানীর অন্যতম প্রবেশমুখ সাভারের সড়কের বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকালের তুলনায় চেকপোস্টের সংখ্যা বেড়েছে; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১টায় সাভারের সড়কগুলো ঘুরে দেখা যায়, পয়েন্টে পয়েন্টে রয়েছে অতিরিক্ত পুলিশ। তবে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা, বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সমাবেশস্থল ঘিরে রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ছাড়া এই সড়কের হেমায়েতপুর, সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাভারের আমিনবাজার ও বিরুলিয়ায় গত বুধবার থেকেই দুটি চেকপোস্ট রয়েছে।
আশুলিয়ায়ও বুধবার থেকে কবিরপুর ও আশুলিয়া বাসস্ট্যান্ডে দুটি চেকপোস্ট থাকলেও শুক্রবার বেড়েছে চেকপোস্টের সংখ্যা। শুক্রবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর, বাইপাইল, নবীনগর বাসস্ট্যান্ডে যোগ হয়েছে তিনটি চেকপোস্ট।
বাইপাইল চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই আল মামুন কবির বলেন, ‘আমরা সকাল থেকে দায়িত্ব পালন করছি। জনগণের নিরাপত্তার সার্থে আমরা কাজ করছি। কাউকে হয়রানি করা হচ্ছে না।’
বাইপাইল স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রী কামরুজ্জামান বলেন, ‘রাস্তায় বাসের সংখ্যা খুবই কম। বাইপাইল থেকে সাভার যাব সেই গাড়ি পেতেই কষ্ট হচ্ছে। ঢাকায় কীভাবে যাব জানা নেই। রাস্তায় গাড়ি যা আছে তার মধ্যে ট্রাকই বেশি।’
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, ‘সাভারের আশুলিয়ায় অতিরিক্ত পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল রেডিও কলোনিতে আওয়ামী লীগের সমাবেশ, সেখানে বাড়তি নিরাপত্তার জন্য আছে পুলিশ।’
এই পুলিশ সুপার আরও বলেন, ‘মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের সম্মেলন ও ১৬ ডিসেম্বরকে ঘিরে জঙ্গি তৎপরতার আশঙ্কায় আমাদের এই কার্যক্রম চলছে।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৫ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে