ফরিদপুর প্রতিনিধি

প্রতিবন্ধী মীর রুস্তম আলী (৮১)। ফরিদপুরের নগরকান্দা উপজেলার আশফোরদী গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ জীবিত থেকেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মৃত। ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ভোটাধিকার বঞ্চিত হয়েছেন। এমনকি প্রতিবন্ধী ভাতাপ্রাপ্তদের তালিকা থেকেও বাদ দিয়েছে সমাজ সেবা অফিস। গত চার বছর ধরে ভাতা বঞ্চিত হয়ে মানবেতর জীবন পার করছেন তিনি।
মীর রুস্তম আলীর অভিযোগ, তার প্রতিবন্ধী ভাতা অন্য কাউকে পাইয়ে দিতে জাতীয় পরিচয়পত্রে তাকে মৃত দেখানো হয়েছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৯ সালে ভোটার তালিকা হাল-নাগাদ করার সময়, আমার ভাতা অন্য কাউকে ভাতা পাইয়ে দিতে মুকন্দপুট্টি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক সালাউদ্দিন মুন্সী টাকার বিনিময়ে প্রতিবেশী মীর কুদ্দুস আলীর যোগসাজশে আমাকে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখিয়েছে।’
তিনি বলেন, ‘আমি জীবিত থাকতে মৃত ঘোষণা করায়, আমার প্রতিবন্ধী ভাতা বাতিল করে দিয়েছে সমাজ সেবা অফিস। আমি কোনো নির্বাচনে ভোট দিতে পারছি না। মিথ্যা তথ্য দিয়ে আমাকে মৃত ঘোষণা করায়, আমি আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আমার ক্ষতি যারা করেছে, আমি তাদের বিচার চাই এবং আমার ক্ষতিপূরণ চাই।’
অভিযোগ স্বীকার করে স্কুলশিক্ষক সালাউদ্দিন মুন্সী আজকের পত্রিকাকে বলেন, ‘মীর রুস্তম আলীর প্রতিবেশী মীর কুদ্দুস আলীর তথ্যের ভিত্তিতে তাকে মৃত ঘোষণা করে নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসে ফরম জমা দিয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। আমি সঠিক নিয়ম মেনেই কাজ করেছি।’
অপরদিকে মীর কুদ্দুস আলী বলেন, ‘স্কুলশিক্ষক সালাউদ্দিন মুন্সীকে আমি চিনি না। শিক্ষক সালাউদ্দিন মুন্সী আমার কাছে তথ্য নিতে আসেননি। মীর রুস্তম আলী সম্পর্কে আমি এ ধরনের কোনো তথ্য তাকে দিইনি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীদের গাফিলতির কারণেই এমনটি ঘটেছে।’
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখাসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

প্রতিবন্ধী মীর রুস্তম আলী (৮১)। ফরিদপুরের নগরকান্দা উপজেলার আশফোরদী গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ জীবিত থেকেও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মৃত। ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ভোটাধিকার বঞ্চিত হয়েছেন। এমনকি প্রতিবন্ধী ভাতাপ্রাপ্তদের তালিকা থেকেও বাদ দিয়েছে সমাজ সেবা অফিস। গত চার বছর ধরে ভাতা বঞ্চিত হয়ে মানবেতর জীবন পার করছেন তিনি।
মীর রুস্তম আলীর অভিযোগ, তার প্রতিবন্ধী ভাতা অন্য কাউকে পাইয়ে দিতে জাতীয় পরিচয়পত্রে তাকে মৃত দেখানো হয়েছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৯ সালে ভোটার তালিকা হাল-নাগাদ করার সময়, আমার ভাতা অন্য কাউকে ভাতা পাইয়ে দিতে মুকন্দপুট্টি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক সালাউদ্দিন মুন্সী টাকার বিনিময়ে প্রতিবেশী মীর কুদ্দুস আলীর যোগসাজশে আমাকে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখিয়েছে।’
তিনি বলেন, ‘আমি জীবিত থাকতে মৃত ঘোষণা করায়, আমার প্রতিবন্ধী ভাতা বাতিল করে দিয়েছে সমাজ সেবা অফিস। আমি কোনো নির্বাচনে ভোট দিতে পারছি না। মিথ্যা তথ্য দিয়ে আমাকে মৃত ঘোষণা করায়, আমি আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আমার ক্ষতি যারা করেছে, আমি তাদের বিচার চাই এবং আমার ক্ষতিপূরণ চাই।’
অভিযোগ স্বীকার করে স্কুলশিক্ষক সালাউদ্দিন মুন্সী আজকের পত্রিকাকে বলেন, ‘মীর রুস্তম আলীর প্রতিবেশী মীর কুদ্দুস আলীর তথ্যের ভিত্তিতে তাকে মৃত ঘোষণা করে নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসে ফরম জমা দিয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। আমি সঠিক নিয়ম মেনেই কাজ করেছি।’
অপরদিকে মীর কুদ্দুস আলী বলেন, ‘স্কুলশিক্ষক সালাউদ্দিন মুন্সীকে আমি চিনি না। শিক্ষক সালাউদ্দিন মুন্সী আমার কাছে তথ্য নিতে আসেননি। মীর রুস্তম আলী সম্পর্কে আমি এ ধরনের কোনো তথ্য তাকে দিইনি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারীদের গাফিলতির কারণেই এমনটি ঘটেছে।’
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখাসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২২ মিনিট আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২৭ মিনিট আগে
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
৩০ মিনিট আগে
শিক্ষক ও লোকবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ। উন্নত শিক্ষার প্রসারে সদর হাসপাতালে প্রতিষ্ঠানটি উদ্বোধনের প্রায় সাত বছর পার হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
৩৩ মিনিট আগে