ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ড হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে তিনবার অগ্নিকাণ্ড হলো হাসপাতালটিতে। এদিকে এর কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের নয়তলাবিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় স্টোররুমে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে মুমূর্ষু রোগীসহ হুড়োহুড়ি করে নিচে নামেন স্বজনেরা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলার স্টোররুমে দাউদাউ করে আগুন জ্বলছে। ভেতরে ঢোকার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে। প্রচুর ধোঁয়া ছিল। আমরা তালা ও কাচের দেয়াল ভেঙে সেখানে প্রবেশ করি। পরে ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। এতে হাসপাতালটি অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’
হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড হয়। তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোররুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে যান ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোরশেদ আলম।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালে তিনবার আগুন লেগেছে। বিষয়টি নিয়ে আমরা খুবই আতঙ্কিত ও শঙ্কিত। এটি ১ হাজার বেডের হাসপাতাল। এসব জায়গায় আগুন লাগলে বিপুল প্রাণহানির শঙ্কা থাকে।’
তিনি আরও বলেন, ‘কেন বারবার আগুন লাগছে, তার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
এর আগে গত ২৩ মার্চ হাসপাতালটির মর্গে আগুন লাগে। এ ঘটনাকে রহস্যজনক হিসেবে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ৩১ মার্চ দুপুরে হাসপাতাল ভবনের ষষ্ঠতলায় অগ্নিকাণ্ড হয়।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ড হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে তিনবার অগ্নিকাণ্ড হলো হাসপাতালটিতে। এদিকে এর কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের নয়তলাবিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় স্টোররুমে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে মুমূর্ষু রোগীসহ হুড়োহুড়ি করে নিচে নামেন স্বজনেরা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলার স্টোররুমে দাউদাউ করে আগুন জ্বলছে। ভেতরে ঢোকার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে। প্রচুর ধোঁয়া ছিল। আমরা তালা ও কাচের দেয়াল ভেঙে সেখানে প্রবেশ করি। পরে ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। এতে হাসপাতালটি অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’
হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড হয়। তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোররুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে যান ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোরশেদ আলম।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালে তিনবার আগুন লেগেছে। বিষয়টি নিয়ে আমরা খুবই আতঙ্কিত ও শঙ্কিত। এটি ১ হাজার বেডের হাসপাতাল। এসব জায়গায় আগুন লাগলে বিপুল প্রাণহানির শঙ্কা থাকে।’
তিনি আরও বলেন, ‘কেন বারবার আগুন লাগছে, তার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
এর আগে গত ২৩ মার্চ হাসপাতালটির মর্গে আগুন লাগে। এ ঘটনাকে রহস্যজনক হিসেবে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ৩১ মার্চ দুপুরে হাসপাতাল ভবনের ষষ্ঠতলায় অগ্নিকাণ্ড হয়।

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
১ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে