ঢামেক প্রতিনিধি

রাজধানীর বাড্ডার কড় বেড়াইদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় মা-বাবার পর এবার প্রাণ গেল শিশু ছেলে সাফিয়ানের (৯)। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সাফিয়ান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইয়ুব হোসেন। তিনি জানান, সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে ঘটনার দিন বুধবার সন্ধ্যায় মারা যান শিশুটির বাবা আবু সাইদ হাসান (৩৭) এবং গতকাল সোমবার ভোর ৫টার দিকে মারা যান মা রেখা আক্তার (৩৫)।
চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, নিহত রেখার শরীরের ৩০ শতাংশ, সাইদের শরীরের ৯৮ শতাংশ এবং সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এখনো ১১ শতাংশ দগ্ধ অবস্থায় ওই পরিবারের মেয়ে সাফা ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে বাড্ডার বেড়াইদ পূর্বপাড়া এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।
এদিন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘তিনতলা বাড়ির তৃতীয় তলায় থাকত ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। আগুন বাসাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

রাজধানীর বাড্ডার কড় বেড়াইদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় মা-বাবার পর এবার প্রাণ গেল শিশু ছেলে সাফিয়ানের (৯)। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সাফিয়ান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইয়ুব হোসেন। তিনি জানান, সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে ঘটনার দিন বুধবার সন্ধ্যায় মারা যান শিশুটির বাবা আবু সাইদ হাসান (৩৭) এবং গতকাল সোমবার ভোর ৫টার দিকে মারা যান মা রেখা আক্তার (৩৫)।
চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, নিহত রেখার শরীরের ৩০ শতাংশ, সাইদের শরীরের ৯৮ শতাংশ এবং সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এখনো ১১ শতাংশ দগ্ধ অবস্থায় ওই পরিবারের মেয়ে সাফা ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে বাড্ডার বেড়াইদ পূর্বপাড়া এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।
এদিন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘তিনতলা বাড়ির তৃতীয় তলায় থাকত ওই পরিবার। রাত ৩টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। আগুন বাসাটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে