আজকের পত্রিকা ডেস্ক

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার এক হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে সাবেক এই সংসদ সদস্যকে আবদুর রউফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে মিরপুর পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মহিউদ্দিনের আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন আব্দুর রউফ। উত্তরা পশ্চিম থানা এলাকার বিএনএসের পাশে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় আব্দুর রউফের ভাই মো. সাকিব হাসান বাদী হয়ে গতকাল বুধবার উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৭৬ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতায় গুলি করে তাঁর ভাইকে হত্যা করেছেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণের তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে তিনি অর্থের জোগানদাতা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে যাঁরা রয়েছেন, ঘটনার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন।
উল্লেখ্য, শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। তিনি এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি।

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার এক হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
বিকেলে সাবেক এই সংসদ সদস্যকে আবদুর রউফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে মিরপুর পশ্চিম থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে মহিউদ্দিনের আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন আব্দুর রউফ। উত্তরা পশ্চিম থানা এলাকার বিএনএসের পাশে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় আব্দুর রউফের ভাই মো. সাকিব হাসান বাদী হয়ে গতকাল বুধবার উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৭৬ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের সহযোগিতায় গুলি করে তাঁর ভাইকে হত্যা করেছেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণের তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে তিনি অর্থের জোগানদাতা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে যাঁরা রয়েছেন, ঘটনার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন।
উল্লেখ্য, শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। তিনি এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে