Ajker Patrika

জামিন পেলেন আবুল হাশেমের দুই ছেলে

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১: ৪০
জামিন পেলেন আবুল হাশেমের দুই ছেলে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা মামলায় সজীব গ্রুপের মালিক এমএ হাশেমের দুই ছেলে জামিন পেয়েছেন। আজ বুধবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন– তাওসিব ইব্রাহিম (৩৩) ও তানজিম ইব্রাহিম (২১) ৷

জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, চার দিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পাঠায় পুলিশ ৷ আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন ৷ আদালত শুনানি শেষে দুজনের জামিন মঞ্জুর করেন ৷ বাকি ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেম (৭০), তাঁর দুই ছেলে হাসিব বিন হাশেম (৩৯) ও তারেক ইব্রাহিম (৩৫), সজীব গ্রুপের সিইও শাহান শাহ্ আজাদ (৪৩), হাশেম ফুডস লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ (৫৪) এবং সিভিল ইঞ্জিনিয়ার কাম এডমিন মো. সালাহউদ্দিনকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্নগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৫২ জন শ্রমিক-কর্মচারী। ঘটনার পরদিন রাতে এই ঘটনায় রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানায় দায়ের করা ওই মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটজনকে ৷ গ্রেপ্তারের পর তাঁদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত