নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর অপসারণ চেয়েছে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংহতি সমাবেশে সংগঠনের সদস্যসচিব ইফতেখার মাহমুদ এ দাবি জানান। তিনি বলেন, ‘সম্প্রতি প্রতিবন্ধীদের নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু আপত্তিকর মন্তব্য করেছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে তাঁর দ্রুত অপসারণ দাবি করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের প্রতিবন্ধীরা নাকি স্বাক্ষর পারেন না, তাঁরা চাকরি করবেন কেমন করে? আমার প্রতিবন্ধী ছাত্র ১০ বছর আগে সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স, মাস্টার্স পাস করে বেরিয়ে গেছে। এখানে অনেক প্রতিবন্ধী আছেন, যাঁরা ইঞ্জিনিয়ার, অনেকে বুয়েট থেকে পাস করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক আছেন। তাহলে প্রতিমন্ত্রী কীভাবে বললেন, প্রতিবন্ধীরা স্বাক্ষর দিতে পারেন না, লিখতে পারেন না?’
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘আমরা দেখেছি প্রতিবন্ধীদের ওপর পুলিশ হামলা করেছে। আমরা চাই এ রজন্য স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করবেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যে নিন্দনীয় কাজ করেছেন, গর্হিত ও বৈষম্যমূলক বক্তব্য দিয়েছেন, সে জন্য তাঁর নিঃশর্ত ক্ষমা ও দুঃখ প্রকাশ করা উচিত। তিনি যে বর্ণবাদী বক্তব্য দিয়েছেন, এটা যদি আমেরিকা ও ইউরোপের কোনো দেশে বলতেন, তাহলে সেই মন্ত্রীর বিরুদ্ধে সমন জারি হতো।’
সংহতি সমাবেশ থেকে প্রতিবন্ধী ভাতা মাসিক ৫ হাজার টাকা করা, শিক্ষা উপবৃত্তি ২ হাজার টাকা করা, সরকারি চাকরিতে বিশেষ নীতিমালা বা কোটা চালু, চলতি বাজেটেই ১ হাজার কোটি টাকা প্রতিবন্ধী উদ্যোক্তা তহবিল গঠনসহ ১১ দফা দাবি জানানো হয়।
সংহতি সমাবেশে আরও বক্তব্য দেন সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের সদস্য সালমা মাহবুব, লাকী আক্তার, উজ্জলা বণিক প্রমুখ।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর অপসারণ চেয়েছে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজ।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংহতি সমাবেশে সংগঠনের সদস্যসচিব ইফতেখার মাহমুদ এ দাবি জানান। তিনি বলেন, ‘সম্প্রতি প্রতিবন্ধীদের নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু আপত্তিকর মন্তব্য করেছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে তাঁর দ্রুত অপসারণ দাবি করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের প্রতিবন্ধীরা নাকি স্বাক্ষর পারেন না, তাঁরা চাকরি করবেন কেমন করে? আমার প্রতিবন্ধী ছাত্র ১০ বছর আগে সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স, মাস্টার্স পাস করে বেরিয়ে গেছে। এখানে অনেক প্রতিবন্ধী আছেন, যাঁরা ইঞ্জিনিয়ার, অনেকে বুয়েট থেকে পাস করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষক আছেন। তাহলে প্রতিমন্ত্রী কীভাবে বললেন, প্রতিবন্ধীরা স্বাক্ষর দিতে পারেন না, লিখতে পারেন না?’
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘আমরা দেখেছি প্রতিবন্ধীদের ওপর পুলিশ হামলা করেছে। আমরা চাই এ রজন্য স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করবেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যে নিন্দনীয় কাজ করেছেন, গর্হিত ও বৈষম্যমূলক বক্তব্য দিয়েছেন, সে জন্য তাঁর নিঃশর্ত ক্ষমা ও দুঃখ প্রকাশ করা উচিত। তিনি যে বর্ণবাদী বক্তব্য দিয়েছেন, এটা যদি আমেরিকা ও ইউরোপের কোনো দেশে বলতেন, তাহলে সেই মন্ত্রীর বিরুদ্ধে সমন জারি হতো।’
সংহতি সমাবেশ থেকে প্রতিবন্ধী ভাতা মাসিক ৫ হাজার টাকা করা, শিক্ষা উপবৃত্তি ২ হাজার টাকা করা, সরকারি চাকরিতে বিশেষ নীতিমালা বা কোটা চালু, চলতি বাজেটেই ১ হাজার কোটি টাকা প্রতিবন্ধী উদ্যোক্তা তহবিল গঠনসহ ১১ দফা দাবি জানানো হয়।
সংহতি সমাবেশে আরও বক্তব্য দেন সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের সদস্য সালমা মাহবুব, লাকী আক্তার, উজ্জলা বণিক প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে