কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক দলগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। আজ বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠকের পর যুক্তরাজ্য হাইকমিশন এই উদ্বেগ প্রকাশ করেছে।
পুলিশের সঙ্গে সংঘর্ষে ভোলা ও নারায়ণগঞ্জে দুই বিএনপি কর্মীর নিহত হওয়ার প্রেক্ষাপটে আজ বুধবার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
ওই পোস্টে বলা হয়, ‘বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা আমাদের কূটনৈতিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন আজ বুধবার ব্রিটিশ হাইকমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে আনন্দিত হয়েছেন।’
পোস্টে হাইকমিশন একই সঙ্গে সহিংসতা এড়িয়ে শান্ত থাকা, ধৈর্য ধরা এবং সংলাপের পথ বেছে নেওয়ার জন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছে।
রবার্ট ডিকসন বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে হাইকমিশন জানিয়েছে।
এদিকে হাইকমিশনের আগ্রহে এই বৈঠক হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং তাবিথ আওয়াল।
আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকমিশনার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন। পুলিশের সাংবিধানিক দায়িত্ব নাগরিকের জানমাল রক্ষা করা। কিন্তু তাদের হাতে নাগরিকেরা মারা যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক একটি বিষয়। এসব বিষয়েই হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে।’

রাজনৈতিক দলগুলো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। আজ বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠকের পর যুক্তরাজ্য হাইকমিশন এই উদ্বেগ প্রকাশ করেছে।
পুলিশের সঙ্গে সংঘর্ষে ভোলা ও নারায়ণগঞ্জে দুই বিএনপি কর্মীর নিহত হওয়ার প্রেক্ষাপটে আজ বুধবার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
ওই পোস্টে বলা হয়, ‘বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা আমাদের কূটনৈতিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন আজ বুধবার ব্রিটিশ হাইকমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে আনন্দিত হয়েছেন।’
পোস্টে হাইকমিশন একই সঙ্গে সহিংসতা এড়িয়ে শান্ত থাকা, ধৈর্য ধরা এবং সংলাপের পথ বেছে নেওয়ার জন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছে।
রবার্ট ডিকসন বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে হাইকমিশন জানিয়েছে।
এদিকে হাইকমিশনের আগ্রহে এই বৈঠক হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং তাবিথ আওয়াল।
আমির খসরু মাহমুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকমিশনার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন। পুলিশের সাংবিধানিক দায়িত্ব নাগরিকের জানমাল রক্ষা করা। কিন্তু তাদের হাতে নাগরিকেরা মারা যাচ্ছে। এটা খুবই উদ্বেগজনক একটি বিষয়। এসব বিষয়েই হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে