টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কাঠে নকশা তৈরির কাজ করতেন।
অভিযুক্ত রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মতো মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। আজ শনিবার সকালে পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন। কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় সে সময় কাজ করে দিতে পারবেন না জানালে একপর্যায়ে বাক্বিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা।
মোস্তফার শ্বশুর হাজী সাত্তার শেখ বলেন, ‘আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।’ 
মোস্তফার মেয়ে জান্নাত বলেন, ‘আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই।’
স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।’

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কাঠে নকশা তৈরির কাজ করতেন।
অভিযুক্ত রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মতো মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। আজ শনিবার সকালে পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন। কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় সে সময় কাজ করে দিতে পারবেন না জানালে একপর্যায়ে বাক্বিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা।
মোস্তফার শ্বশুর হাজী সাত্তার শেখ বলেন, ‘আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।’ 
মোস্তফার মেয়ে জান্নাত বলেন, ‘আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই।’
স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।’

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন লাখিরচর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রোহিতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন ওরফে বশির মেম্বার (৪৫)
১৬ মিনিট আগে
সাদুল্লাপুরে শারমিন সুলতানা (৩৭) নামের এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী আহত নারীর মামলায় তাঁর সাবেক স্বামী আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা জমি-গাড়ি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
৩০ মিনিট আগে
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বাণিজ্যিক স্পেস, দোকান ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
৩৩ মিনিট আগে