নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৬ জুলাই) ভোরে তাঁকে গ্রেপ্তার করতে মৃধাকান্দায় তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে না পেয়ে ফিরে যায় তারা। পরে নিজ বাড়ির পাশের ধঞ্চেখেত থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. আমজাদ হোসেন ওই এলাকার বাসিন্দা ও নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
আজ ভোরে উপজেলার মৃধাকান্দায় আমজাদ হোসেনের বাড়িতে অভিযানে যায় পুলিশ। পাশের একটি ধঞ্চেখেতের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, আমজাদকে ধরতে আজ ভোরে নবাবগঞ্জ থানা-পুলিশের একটি টিম তাঁদের বাড়িতে অভিযানে এসে বাড়ির চারপাশে অবস্থান নেয়। পরে তারা আমজাদকে না পেয়ে চলে যায়। পরিবারের লোকজন আমজাদকে ঘরে না পেয়ে ধারণা করেছিলেন ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন। পরে মুসল্লি ও স্থানীয়রাও তাঁকে অচেতন অবস্থায় বাড়ির পাশের ধঞ্চেখেতের পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেয়।
স্বজনেরা তাঁকে অচেতন ও নাক দিয়ে রক্ত পড়া অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ একটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া আমজাদের নামে রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। এ কারণে আজ ভোরে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ তাঁর গ্রামে গিয়েছিল। পরে তাঁকে না পেয়ে পুলিশ চলে আসে।’
ওসি বলেন, ‘এলাকায় পুলিশ এসেছে জানতে পেরে হয়তো তিনি ভয়ে পালাতে গিয়েছিলেন। এ সময় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ থাকায় সকালে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৬ জুলাই) ভোরে তাঁকে গ্রেপ্তার করতে মৃধাকান্দায় তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে না পেয়ে ফিরে যায় তারা। পরে নিজ বাড়ির পাশের ধঞ্চেখেত থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. আমজাদ হোসেন ওই এলাকার বাসিন্দা ও নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
আজ ভোরে উপজেলার মৃধাকান্দায় আমজাদ হোসেনের বাড়িতে অভিযানে যায় পুলিশ। পাশের একটি ধঞ্চেখেতের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, আমজাদকে ধরতে আজ ভোরে নবাবগঞ্জ থানা-পুলিশের একটি টিম তাঁদের বাড়িতে অভিযানে এসে বাড়ির চারপাশে অবস্থান নেয়। পরে তারা আমজাদকে না পেয়ে চলে যায়। পরিবারের লোকজন আমজাদকে ঘরে না পেয়ে ধারণা করেছিলেন ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন। পরে মুসল্লি ও স্থানীয়রাও তাঁকে অচেতন অবস্থায় বাড়ির পাশের ধঞ্চেখেতের পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেয়।
স্বজনেরা তাঁকে অচেতন ও নাক দিয়ে রক্ত পড়া অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ একটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া আমজাদের নামে রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। এ কারণে আজ ভোরে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ তাঁর গ্রামে গিয়েছিল। পরে তাঁকে না পেয়ে পুলিশ চলে আসে।’
ওসি বলেন, ‘এলাকায় পুলিশ এসেছে জানতে পেরে হয়তো তিনি ভয়ে পালাতে গিয়েছিলেন। এ সময় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ থাকায় সকালে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় মোল্লাবাড়ি এলাকার মনিরুজ্জামান মোল্লা (২৫) সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সামিরা ইসলামকে রেখে যোগ দিয়েছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে। আন্দোলনে প্রাণ হারিয়েছেন। মনিরুজ্জামান বাবা হয়েছেন। ছেলে মুসআব ইবনে মনির এখন আধো আধো আর ভাঙা ভাঙা শব্দে বাবা ডাকতে পারে। তবে বাবাকে দেখ
৪৩ মিনিট আগেরাজধানীর ডেমরার মাতুয়াইল ইউনিয়ন স্বাস্থ্যসেবা ও পরিবারকল্যাণ কেন্দ্রের মূল কার্যক্রম অস্থায়ীভাবে চলছে ভবনের বাইরে রাস্তার পাশে বিভিন্ন দোকানে। পূর্ব ডগাইর এলাকায় অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটির অবকাঠামো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা নিম্ন আয়ের অসহায় মানুষে
৪৩ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেচর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগপূর্তি উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী উৎসব। গতকাল বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্রান্সের লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।
৪ ঘণ্টা আগে