
গাজীপুরের শ্রীপুরে হোয়াট হর্স ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানি শ্রমিকেরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বরমী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকার হোয়াট হর্স ফার্মাসিউটিক্যাল শ্রমিকেরা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
হোয়াট হর্স ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিক মো. জুবায়ের হোসেন বলেন, ‘এই ওষুধ কোম্পানিতে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে শ্রমিক হিসেবে কাজ করছি। সেই বেতন ৮ হাজার। আজও একই বেতন। আমরা চাই আমাদের মতো শ্রমিকদের বেতন কমপক্ষে ১২ হাজার করা হোক। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবিগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছে না।’
আরেক শ্রমিক সিমা আক্তার বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের ওভারটাইমের কোনো মজুরি দেয় না। হাজিরা বোনাস দেয় না। কারখানায় এক মিনিট দেরি করে প্রবেশ করলে আমাদের হাজিরাসহ গালমন্দ শুনতে হয়।’
কারখানার শ্রমিক মো. সুমন মিয়া বলেন, ‘আন্দোলন ছাড়া কোনো অধিকার বাস্তবায়ন হয়নি। আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছি। কারখানা কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে হঠাৎ করে কারখানার মূল ফটক বন্ধ করে নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা বন্ধ।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শহীদ মিয়ার বক্তব্য নিতে কারখানায় তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া যায়নি।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন নয়ন কুমার করকে এ বিষয়ে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

গাজীপুরের শ্রীপুরে হোয়াট হর্স ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানি শ্রমিকেরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বরমী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকার হোয়াট হর্স ফার্মাসিউটিক্যাল শ্রমিকেরা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
হোয়াট হর্স ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিক মো. জুবায়ের হোসেন বলেন, ‘এই ওষুধ কোম্পানিতে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে শ্রমিক হিসেবে কাজ করছি। সেই বেতন ৮ হাজার। আজও একই বেতন। আমরা চাই আমাদের মতো শ্রমিকদের বেতন কমপক্ষে ১২ হাজার করা হোক। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবিগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছে না।’
আরেক শ্রমিক সিমা আক্তার বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের ওভারটাইমের কোনো মজুরি দেয় না। হাজিরা বোনাস দেয় না। কারখানায় এক মিনিট দেরি করে প্রবেশ করলে আমাদের হাজিরাসহ গালমন্দ শুনতে হয়।’
কারখানার শ্রমিক মো. সুমন মিয়া বলেন, ‘আন্দোলন ছাড়া কোনো অধিকার বাস্তবায়ন হয়নি। আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছি। কারখানা কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে হঠাৎ করে কারখানার মূল ফটক বন্ধ করে নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা বন্ধ।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শহীদ মিয়ার বক্তব্য নিতে কারখানায় তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া যায়নি।
শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন নয়ন কুমার করকে এ বিষয়ে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে